Thu. Sep 21st, 2023

রাঙ্গাপানিতে চিতার হানায় জখম মহিলা।

1 min read

আজকেরবার্তা, শিলিগুড়ি, ২৬ এপ্রিলঃ চিতা বাঘের হামলায় যখন এক মহিলা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে রাঙ্গাপানির হাতভরাজোত। মহিলা বর্তমানে চিকিৎসাধীন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের। চিতাবাঘের হামলার পর ঘটনার খবর দেওয়া হয় বন দপ্তরে। বড় দলের কর্মীদের উদ্যোগে চলছে আশপাশের জঙ্গল এবং চাবাগান গুলিতে চিতাবাঘের খোঁজে তল্লাশি।
এলাকায় স্থানীয় বাসিন্দারা জানান চিতা বাঘের হামলায় আহত মহিলার নাম শান্তি ওরাও। মঙ্গলবার সকালে রাঙাপানির হাতভোরাজোত এলাকায় চিতাবাঘের হামলায় জখম হয় এই মহিলা। জখম মহিলা হাতভোরাজোত এলাকারই বাসিন্দা। জানা গিয়েছে যে এদিন সকালে শান্তি ওরাও ১০০ দিনের কাজে পুকুর খননের কাজ করছিল। সেই সময় পার্শ্ববর্তী চা বাগান থেকে একটি চিতাবাঘ তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। চিতাবাঘের হামলায় গুরুতর জখম হন হন মহিলা। সেই সময় মহিলাকে বাঁচাতে অন্যরা এগিয়ে আসতেই চিতাবাঘটি পালিয়ে যায়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন বিভাগের কর্মীরা। বন বিভাগের কর্মীরা চিতাবাঘটির খোঁজে তল্লাশি চালাচ্ছে চা বাগান চত্বরে। বিকেল পর্যন্ত চিতাবাঘের সন্ধান না মেলায় এলাকায় চিতা ধরতে বসানো হতে পারে খাঁচা। এই ঘটনায় রাঙাপানির হাতভোরাজোত এলাকায় চিতাবাঘের আতঙ্ক তৈরি হয়েছে।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.