দক্ষিণ দিনাজপুর জেলার মাঝিয়ান কৃষিবিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত হলো কৃষি মেলা 2022।
1 min read
<p style=”text-align:justify; color:black; font-size:20px;”><strong>আজকেরবার্তা, বালুরঘাট, ২৬এপ্রিলঃ দক্ষিণ দিনাজপুর জেলার মাঝিয়ান কৃষিবিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত হলো কৃষি মেলা 2022। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের মাঝিয়ান এলাকায় কৃষিবিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত হলেও এক দিনব্যাপী কৃষি মেলা। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের উদ্যোগে জেলার কৃষকদের স্বার্থে এই মেলা অনুষ্ঠিত করা হয়। রাজ্য কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পগুলির সম্বন্ধে কৃষকদের অবগত করতে এদিনের এই কৃষি মেলার আয়োজন করা হয়।</p>
<p style=”text-align:justify; color:black; font-size:20px;”>
মুলত, এই অনুষ্ঠান থেকে কৃষকদের বিভিন্ন বিষয়ে অবগত করা হয় পাশাপাশি কেন্দ্র ও রাজ্যের সমস্ত প্রকল্পের সুবিধা গ্রহণ করে কৃষকেরা উন্নতি করতে পারে সেই সম্পর্ক কৃষকদের অবগত করা হয় । ভারত সকারের কৃষি মন্ত্রালয়ের নির্দেশ অনুযায়ী ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ কর্মসুচির অধীনে মঙ্গলবার দক্ষিন দিনাজপুর জেলার মাঝিয়ান কৃষিবিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত হল এলদিন ব্যাপি কৃষি মেলা। মুলত কৃষি প্রধান জেলা দক্ষিন দিনাজপুর। তাই জেলার কৃষকদের সুবিধার্থে এদিনের এই কৃষি মেলার আয়োজন করা হ্য়। এদিনের এই মেলায় ৩৫৭জন কৃষক অংশগ্রহন করে। চাষের বিভিন্ন প্রযুক্তিকে কৃষকদের মধ্যে তুলে ধরা হয়। উন্নতমানের চাষের নানান প্রযুক্তি সম্বন্ধ্যে অবগত করা হয়। বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অঙ্গ দক্ষিন দিনাজপুর জেলার মাঝিয়ান কৃষিবিজ্ঞান কেন্দ্র । জেলার কৃষকদের সুবিধার্থে মঙ্গলবার এক দিন ব্যাপি এই কৃষি মেলার আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলের কৃষি মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার সহ অন্যান্য কৃষি আধীকারীকেরা।এদিনের এই কৃষি মেলা থকে কিষাণ ক্রেডিট কার্ড, জিরো বাজেট নেচেরাল ফার্মিং সহ নানান প্রকার তৈল বিজ চাষ, ডাল শস্য চাষ সম্বন্ধে জেলার কৃষকদের অবগত করা হয়। এছাড়াও সরকারের নানান কৃষি মুলক প্রকল্প গুলি কৃষকদের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এদিনের এই কর্মসুচির আয়োজন করা হয়।
মাঝিয়ান কৃষিবিজ্ঞান কেন্দ্রের ডক্টর বিশ্বজিৎ গোস্বামী আধিকারিক জানান, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলার মাঝিয়ান ক্যাম্পাসে মঙ্গলবার এক দিনব্যাপী এই কৃষি মেলার আয়োজন করা হয়। মূলত রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমস্ত কৃষি মুখী প্রকল্প গুলি দক্ষিণ দিনাজপুর জেলার কৃষকদের কাছে তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয়। এর পাশাপাশি কি কি পদ্ধতিতে চাষ করলে কৃষকেরা লাভবান হবে তার সম্বন্ধেও বিস্তারিত আলোচনা করা হয়। এবং কোন কোন ফসল ফলালে কৃষকরা অধিক লাভের মুখ দেখতে পারবে সে বিষয়েও আলোচনা করা হয়।</ p>