Thu. Sep 21st, 2023

মাস্ক বিহীন অবস্থায় অন্যদের মাস্ক বিলিকরছে আইসিডিএস কর্মী।

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট,২৬এপ্রিলঃ মাস্ক বিহীন অবস্থায় অন্যদের মাস্ক বিলিকরছে আইসিডিএস কর্মী। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল বিধানসভা নির্বাচনের জন্য একাধিক নিয়মাবলী। এবং সে গুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার জন্য একাধিকবার মাইকিং করা হয় শহরজুড়ে। ভোট কেন্দ্রের ভেতরে যাতে কোন প্রকার সংক্রমণ না ছড়ায় সে জন্য নানান রূপ করোনা সচেতনতা বৃদ্ধি গ্রহণ করা হয়। তারই অঙ্গ হিসেবে ভোটারদেরকে হাতে স্যানিটাইজার দেওয়া হচ্ছে ও মাক্স এবং থার্মাল চেকিং করিয়ে ও হাতে গ্লাভস পরিয়ে ভোট কক্ষে প্রবেশ করতে দেওয়া হয়। কিন্তু কিছু উল্টো চিত্র নজরে আসলো আমাদের ক্যামেরায়। আইসিডিএস কর্মীদের মুখে নেই মাক্স। উন্মুক্ত অবস্থাতেই অন্যদের মাঝে মাক্স বিলি করে চলেছেন তিনি। স্বাস্থ্যবিধির পালন করার জন্য যে সমস্ত কর্মীদের নিয়োগ করা হয়েছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে তারাই করছে এরূপ অবহেলা। সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আরও বৃদ্ধি পাচ্ছে। এখন দেখবার বিষয় এই যে বালুরঘাটে সপ্তম দফার নির্বাচনের পর করোনা পরিস্থিতি বৃদ্ধি পায় না কমে?

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.