দক্ষিণ দিনাজপুরে সম মর্যাদায় ৭৪ তম প্রজাতন্ত্র দিবস পালিত হল।।
1 min read
আজকেরবার্তা, বালুরঘাট, ২৬ জানুয়ারিঃ সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরে সম মর্যাদায় পালিত হল ৭৪ তম প্রজাতন্ত্র দিবস। এদিন সকাল ৯টায় বালুরঘাট স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক বিজিন কৃষ্ণা । এর পর জাতীয় পতাকাকে সম্মান জানান জেলা শাসক, পুলিশ সুপার রাহুল দে সহ অন্যান্য আধিকারিকরা। জেলাবাসির জন্য স্বাগত ভাষণ দেন জেলা শাসক বিজিন কৃষ্ণা। জেলার উন্নয়ন কথা এদিন প্রজাতন্ত্র দিবসের মঞ্চ থেকে তুলে ধরেন জেলা শাসক। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন জেলার উচ্চপদস্থ আধিকারিকরা।
রাজ্য পুলিশ, সিভিল ডিফেন্স সহ জেলার বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা প্যারেডে অংশগ্রহণ করে। এর পাশাপাশি রাজ্য সরকারের নানা প্রকল্প ট্যাবলো আকারে প্রদর্শন করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন নৃত্য দল গুলি প্রতিযোগিতায় অংশ নেয়।
বালুরঘাট প্রজাতন্ত্র দিবসে বালুরঘাট স্টেডিয়ামে হর্স ফায়ার করল জেলা পুলিশের কর্মীরা। বৃহস্পতিবার সকাল ন’টায় বালুরঘাট স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক বিজিন কৃষ্ণা। পতাকা উত্তোলনে জাতীর উদ্দেশ্য স্বাগত ভাষন দেন জেলা শাসক। এরপরই জাতীয় পতাকাকে সম্মান জানাতে হর্স ফায়ার করে পুলিশ। এদিনের হর্স ফায়ারে ৩০ জন পুলিশ কর্মী অংশগ্রহণ করেন।