দক্ষিণ দিনাজপুরে সম মর্যাদায় ৭১তম প্রজাতন্ত্র দিবস পালিত হল।।
1 min read
সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরে সম মর্যাদায় পালিত হল ৭১তম প্রজাতন্ত্র দিবস। এদিন সকাল ৯টায় বালুরঘাট স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক নিখিল নির্মল। এর পর জাতীয় পতাকাকে সম্মান জানান জেলা শাসক, পুলিশ সুপার দেবর্ষি দত্ত সহ অন্যান্য আধিকারিকরা। জেলাবাসির জন্য স্বাগত ভাষণ দেন জেলা নিখিল নির্মল। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন জেলার উচ্চপদস্থ আধিকারিকরা।