Thu. Sep 28th, 2023

কালীপূজার আগে বৃষ্টিতে মণ্ডপসজ্জার কাজে ব্যাঘাত।

1 min read

আজকের বার্তা, বালুরঘাট, ২৫ অক্টোবর :- আনন্দের মাঝে বিষাদের সুর। দূর্গা পূজার পর এবার কালীপূজা তেও দুই দিন থেকেই মুখ ভার আকাশের। অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। একটানা বৃষ্টিতে পুজো মণ্ডপে জল ঢুকতে শুরু করেছে। শুক্রবার সারাদিন বৃষ্টির কারণে পুজো মণ্ডপের সজ্জার কাজ বন্ধ। উঠে যাচ্ছে মণ্ডপের রং। এদিকে টানা বৃষ্টিতে বালুরঘাট শহরের বেশীর ভাগ রাস্তায় হাঁটুজল জমা হয়ে যায়। এক নাগারে বৃষ্টিতে সমস্যায় পরেছেন জেলা পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষ।
হাতে একদম আর সময় নেই। রাত পেরোলেই চতুর্দশী তারপর অমাবস্যায় মা মহামায়া আরাধনা। এদিকে শেষ পর্যায়ের কাজে ব্যস্ত দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন পুজো কমিটি গুলি। বৃষ্টির কারণে মন্ডবের শেষ পর্যায়ের কাজ হাত দিতে পারছে না কারিগরেরা, দুশ্চিন্তায় উদ্যোক্তারা।
বালুরঘাট ক্লাবের সদস্য অমিত মহন্ত জানান, বৃষ্টিতে কাজ বন্ধ। দুশ্চিন্তা হচ্ছে আমাদের। দূর্গা পূজার মত কালীপূজা তেও বৃষ্টির কারণে কারিগররা কাজ করতে পারছে না। কোনমতে কাজ শেষ হলেও এরকম বৃষ্টি থাকলে দর্শকরা কিভাবে আসবে সে নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.