মিঠুন চক্রবর্তী আমাদের কাম ব্যাক হিরো: বিজেপি রাজ্য সভাপতি
1 min read
আজকেরবার্তা, দক্ষিণ দিনাজপুর, ২৫ সেপ্টম্বর: মিঠুন চক্রবর্তী আমাদের কাম ব্যাক হিরো। বিজেপি জাতীয় নেতা মিঠুন চক্রবর্তীকে এমন ভাবেই আখ্যায়িত করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অপরদিকে পূজার আগে মিঠুন চক্রবর্তীর উপস্থিতি বিজেপি কর্মীদের অনেকটাই উদ্বুদ্ধ করবে বলে দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি। অন্য দিকে স্কুল উইনিফর্মের রং বদলের তীব্র বিরোধিতা করে সুকান্ত বাবু বলেন, প্রত্যেকটি স্কুলের জামাকাপড়ের রং নিয়ে একটা ঐতিহ্য আছে। সেই ঐতিহ্যকে নষ্ট করতে দেওয়া যাবে না বলে এদিন মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের যুবশ্রী মোরে অবস্থিত বাটারফ্লাই লজে আজ আয়োজিত হয় দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং জাতীয় নেতা মিঠুন চক্রবর্তী।
মহাগুরু বালুরঘাট শহরে আসতেই ভক্তদের ভীর ছিল চোখে পড়ার মত। রবিবার সকাল সারে এগারোটা নাগাদ বালুরঘাট শহরের বাস স্ট্যান্ড এলাকায় এক প্রাক পূজা সম্মিলনী তে যোগদান করেন মিঠুন। এই দিনের সভাতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী সহ জেলার বিভিন্ন প্রান্তের দায়িত্বে থাকা বিজেপির কর্মীরা।