75 মাইক্রোনের নিচে প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধ করতে উদ্যোগী বালুরঘাট পৌরসভা
1 min readআজকেরবার্তা, বালুরঘাট 25 আগস্টঃ ক্লিন বালুরঘাট গ্রীন বালুরঘাট গড়ে তোলার লক্ষ্যে আবারো উদ্যোগ হয়েছে বালুরঘাট পৌরসভা। ৭৫ মাইক্রোনের নিচের যে কোন ক্যারি ব্যাগ বা স্টেরিওফোম জাতীয় জিনিস বর্জনে নিষেধাজ্ঞা জারি করেছে বালুরঘাট পৌরসভা এলাকায়। নির্দেশিকার সঠিক পালন হচ্ছে কিনা সেই সমস্ত কিছু সরজমিনের তদারকি করতে বালুরঘাট শহরে আবারো প্রচারে নামলো পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্য আধিকারিকেরা।
বালুরঘাট পৌর এলাকায় ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধে উদ্যোগী বালুরঘাট পৌরসভা। সেই লক্ষ্যেই আজ বৃহস্পতিবার বালুরঘাট পৌর এলাকার পাওয়ার হাউস বাজারে বড়োসড়ো অভিযানে নামলো বালুরঘাট পৌরসভা। এদিন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রের নেতৃত্বে পুলিশ প্রশাসনের সহযোগিতায় অভিযান চলে। অভিযানে অশোক মিত্র ও পুলিশ প্রশাসন ছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার MCIC মহেশ পারখ, এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু দাস সহ অন্যান্য আধিকারিকরা। এদিন বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বেশ কিছু দোকানদারকে সতর্ক করা হয় পাশাপাশি পাওয়ার হাউজ বাজারে নজরদারি চালানো হয় পৌরসভার পক্ষ থেকে।