চোর ধরো জেল ভরো” কর্মসূচির মধ্যে দিয়ে বালুরঘাটে বিক্ষোভ মিছিল ও পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করল বিজেপি
1 min read
আজকেরবার্তা, বালুরঘাট, ২৫জুলাইঃ ‘চোর ধর জেল ভরো’ এই স্লোগান নিয়ে নানান রকম কর্মসূচি পালন করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এসএসসি দুর্নীতি ও গ্রেফতারি মামলায় এই দুর্নীতির সঙ্গে আরও যারা যারা জড়িত রয়েছে তাদের অভিনন্দন শাস্তির দাবিতে বালুরঘাটে বিক্ষোভ মিছিল বিজেপির। সোমবার সন্ধ্যায় বালুরঘাট শহরে বিজেপি শহর মন্ডল কমিটির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গোটা শহর পরিক্রমা করে। এবং তারপর পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখায় দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কর্মী সমর্থকরা। অবিলম্বে এসএসসি দুর্নীতির সম্পূর্ণ তদন্ত দাবি নিয়ে এদিনের এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। পাশাপাশি ‘চোর ধর জেল ভরো’ এই কর্মসূচির অন্তর্গত এই বিক্ষোভ মিছিল এবং পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুলিকা দাহ কর্মসূচি পালন করে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি।
প্রসঙ্গত, প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এসএসসি দুর্নীতি মামলা সামনে আসে। কোটি টাকার উপরে দুর্নীতির মামলায় ইডির পক্ষ থেকে তদন্ত করা হয় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং ইডির রিপোর্ট অনুসারে পার্থ চট্টোপাধ্যায় কে গ্রেফতার করা হয়। এই দুর্নীতির সঙ্গে আরো কে বা কাহারা জড়িত রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে অবিলম্বে তদন্ত ও আরোপীদের শাস্তির দাবি জানিয়ে সরব হয়েছে বিজেপি।প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ssc দুর্নীতি মামলায় গ্রেপ্তারির ঘটনায় ssc এসএসসি দুর্নীতিতে আরো যারা যারা যুক্ত আছে সকলের শাস্তির দাবিতে বিজেপির পক্ষ থেকে রাজ্য জুড়ে ” চোর ধরো জেল ভরো” কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সন্ধ্যায় বালুরঘাট শহরে বালুরঘাট শহর মন্ডল বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল করা হয় পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের কুশ পুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখায় বিজেপি।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ অন্যান্যরা। এদিনের এই বিক্ষোভ মিছিলটি বালুরঘাট বিজেপি অফিস থেকে শুরু হয়ে গোটা বালুরঘাট প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে পার্থ চট্টোপাধ্যায়ের কুশ পুত্তলিকা দাহ করার মধ্যে দিয়ে শেষ হয়।