টুইটারে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃণাল সরকারের ভাইরাল ভিডিও পোস্ট করলেন বিজেপি রাজ্য সভাপতি ডাঃ সুকান্ত মজুমদার।
1 min readআজকেরবার্তা, দক্ষিণ দিনাজপুর, ২৫ জুন: দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃণাল সরকার বিরুদ্ধে মদ্যপান এবং পঞ্চায়েত ভোটে টিকিটের জন্য টাকা লেনদেনের অভিযোগ বিজেপির। ঘটনার ভিডিও ভাইলার জনসঞ্চার মাধ্যমে। টুইটারে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃণাল সরকারের ভাইরাল ভিডিও পোস্ট করলেন বিজেপি রাজ্য সভাপতি ডাঃ সুকান্ত মজুমদার।
বিজেপি অভিযোগ, দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি মৃণাল সরকারের বিরুদ্ধে টাকা নিয়ে টিকিট বিলির অভিযোগ ওঠে। মৃণাল সরকারের বিরুদ্ধে মদ্যপান এবং পঞ্চায়েত নির্বাচনের টিকিটের জন্য টাকা লেনদেনের অভিযোগ ওঠে। ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিন দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে। একাধিক মন্তব্য ইতিমধ্যেই উঠে আসতে শুরু করেছে এই ভিডিও গুলিকে কেন্দ্র করে।
প্রসঙ্গত, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গোঁজ প্রার্থী দেওয়া ও দল বিরোধী ককর্মকান্ডে অভিযোগ তুলে এদিনই দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার ১৯ জন তৃণমূল নেতাকর্মীকে বহিষ্কার করেন।
আর এই বহিষ্কারের ঘটনার কিছু সময় পার হতে না হতেই তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃণাল সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নিতির অভিযোগ উঠে এই সমস্ত ভিডিও ভাইরাল হয় জনসঞ্চার মাধ্যমে। বিজেপি রাজ্য সভাপতি ডাঃ সুকান্ত মজুমদারও নিজের টুইটার হেন্ডেলে এই ভিডিও শেয়ার করেন। বিজেপির দাবি ভিডিও গুলি সত্য। তৃণমুল কংগ্রেসের গোষ্ঠী দন্ধের ফলে প্রকাশ্যে এসেছে এই ভিডিও গুলি।
যদিও সমস্ত ভিডিও অত্যাধুনিক প্রযুক্তির ফল বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস কতৃপক্ষ। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য বিজেপি চক্রান্ত চালাচ্ছে বলে পাল্টা অভিযোগ তৃণমূলের।
এদিকে এই ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পঞ্চায়েত নির্বাচনে টিকিট বিনির ক্ষেত্রে তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে টাকা লেনদেনের অভিযোগ তুলে একটি টুইট করেছেন ইতিমধ্যেই। যে টুইটে তিনি ভিডিও শেয়ার করেছেন। ও দক্ষিন দিনাজপুর জেলা তৃণমুল কংগ্রেস সভাপতি মৃণাল সরকার সম্বন্ধে একাধিক অভিযোগ লিখেছেন।
এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী জানান, ভাইরাল হওয়া ভিডিওতে পঞ্চায়েতের টিকিট নিয়ে টাকা লেনদেনের কথা শুনতে পাওয়া গেছে। তৃণমূল দুর্নীতিতে ভরে গেছে। বিষয়টি গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক।
এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, কলকাতা থেকে জেলা সমস্ত জায়গায় টাকা তোলা তৃণমূলের কালচার। নিচুস্তরের টাকা তুলে তার কিছু ভাগ ওপরে পাঠাতে হয়। তৃণমূলের সব জেলাতেই এরকম টাকা তোলা হয়।
যদিও দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার ফোন মাধ্যমে জানান, ইচ্ছাকৃতভাবে ভিডিওটি তৈরি করা হয়েছে। সেখানে বারবার করে টাকা দেয়ার কথা বলা হলেও সেই বিষয়টি আমি ইগনোর করে যাই। অর্থাৎ ওই ভিডিওতে টাকা নেওয়ার কোন কথা বলা নেই বলে জানান তিনি। তৃণমূল কংগ্রেসকে কালিকা লিপ্ত করতেই এটা করা হয়েছে বলে তিনি জানান। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে জনসাধারণের কাছে তৃণমূল কংগ্রেস সম্বন্ধে ভুলধারণা গড়ে তুলতেই বিজেপি এই সমস্ত কাজ করছে বলে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের দক্ষিন দিনাজপুর জেলা সভাপতি মৃণাল সরকার।
সত্য হোক বা মিথ্যা তবে দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস জেলা সভাপতির এই ভিডিও ভাইরাল হতেই উত্তেজনা ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে। দোরগোড়ায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন এমত অবস্থায় এইরূপ ভিডিও জনসংখ্যার মাধ্যমে প্রচার হওয়ায় টান টান উত্তেজনার শৃষ্টি হয়েছে দক্ষিন দিনাজপুর জেলার শাসক দল ও বিরোধীদের মধ্যে। এখন দেখার বিষয় এই যে জনসঞ্চার মাধ্যমে ভাইরাল এই ভিডিওর প্রভাব ভোট বাক্সে পড়ে কিনা।