ধলপাড়া পঞ্চায়েতের চকমোহন গ্রাম সংসদের তৃণমূলের প্রার্থী ২ ফুট উচ্চতার চুমকি ঘোষ।
1 min readআজকেরবার্তা, হিলি, ২৫ জুন: উচ্চশিক্ষা অথবা উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে সমাজের উন্নয়নে ব্রতী হাওয়া শারীরিক উচ্চতা কখনোই বাধা হতে পারে না তা প্রমান করলো চুমকি ঘোষ।
উচ্চতা মেরেকেটে ২ ফুট। দোসর শারিরীক প্রতিবন্ধকতা, বয়সেও কনিষ্ঠ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে স্মরণ করে দৈত্য রাজনৈতিক সচেতন সমাজে যেন ছক ভাঙার লড়াইয়ে নেমেছে চুমকি ঘোষ।
এবারে দক্ষিণ দিনাজপুর জেলার ধলপাড়া পঞ্চায়েতের চকমোহন গ্রাম সংসদ থেকে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রাথী হয়েছেন চুমকি ঘোষ। পঞ্চায়েত নির্বাচনে হিলি থানার কনিষ্ঠ প্রার্থী ২৩ বছর বসয়ী এই তরুণী। বাবা চঞ্চল ঘোষ হাটের ছোট ব্যবসায়ী। সংসারের দায়িত্ব মা চিত্রা ঘোষের কাঁধে। ওই তরুণীর উচ্চতা মেরেকেটে ২ ফুট। শারিরীক প্রতিবন্ধকতাকে জয় করেই চলছে পঠনপাঠন। হিলি গভর্নমেন্ট কলেজের শেষ বর্ষের ছাত্রী চুমকি। কিছু করার তাগিদে চলছে চাকরির খোঁজ।
ছোটবেলা থেকেই সমাজের প্রতি মানুষের জন্য সেবামূলক কাজ করার ইচ্ছে চুমকির। মমতা ব্যানার্জির উন্নয়নকে পাথেয় করে ভোটে দাঁড়িয়ে সমাজ সেবায় ব্রতী হতে চাইছে বিশেষভাবে সক্ষম এই তরুণী। এবারে পঞ্চায়েত নির্বাচনে চকমোহনের প্রার্থী চুমকি ঘোষকে নিয়েই এখন আলোড়ন সর্বত্র।
প্রতিদিন সকাল হতেই রুটিন করে দলীয় কর্মীদের নিয়ে ভোট প্রচারে বেরিয়ে পড়ছেন চুমকি৷ দুপুরে বিশ্রাম নিয়ে ফের বিকেলে প্রচারে বেরোচ্ছেন ওই তরুণী। পরিবারের তফরে সবসময় পাশে পাচ্ছেন বাবা ও মা কে। যদিও নির্বাচনি প্রচারে ব্যস্ত হয়ে পড়তেই পঠনপাঠনে প্রভাব পড়ছে। তবুও সময় করে পড়তে বসে খাতার পাতায় প্রচারের রণকৌশল ঠিক করছে চুমকি।
রাজনৈতিক মহলের মতে, নির্বাচনে সবদলেই যেখানে প্রার্থীপদ নিয়ে বিশৃঙ্খলা। জেতা হারা নিয়ে চলছে জটিল পাটিগণিতের অংক। সেখানে বিশেষভাবে সক্ষম তরুণীকে প্রার্থী করা সমাজে বিশেষ সচেতনতার বার্তা দেবে।