Sun. Oct 1st, 2023

সীমান্তবর্তী এলাকায় অউন্নয়নকে হাতিয়ার করে প্রচার বিজেপির।

1 min read

আজকেরবার্তা, হিলি, ২৫ জুন: সীমান্তবর্তী এলাকায় অউন্নয়নকে হাতিয়ার করে প্রচার বিজেপির। প্রবারে গিয়ে বিগত পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীরা এলাকার উন্নয়ন করেনি বলেই দাবি করে। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির ১৩ নম্বর জেলা পরিষদ আসনের প্রার্থী । রাস্তা থেকে পানীয় জল সমস্ত কিছু নিয়েই বিগত জেলা পরিষদের প্রার্থীকে একহাত করেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জেলা পরিষদ আসনের বিজেপি প্রার্থী বাপি সরকার।

রবিবার হিলি ব্লকের মাতাইস এলাকায় নির্বাচনী প্রচারে যান বিজেপি প্রার্থী তথা দক্ষিন দিনাজপুর জেলা বিজেপি সাধারণ সম্পাদক বাপি সরকার। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা গুলিতে থমকে রয়েছে উন্নয়ন বলে কটাক্ষ করেন তিনি। বিগত দিনের এলাকার তৃনমুল কংগ্রেসের জেলা পরিষদ সদস্যকে হিলির বিভিন্ন এলাকায় দেখতে পাইনি সাধারণ মানুষ বলে দাবি করেন তিনি। প্রাক্তন জেলা পরিষদের সদস্য শাসক দলের প্রতিনিধি হয়েও এলাকার কোনরুপ উন্নয়ন করেনি বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী।

পানিয় জল থেকে রাস্তা কোন দিকেই নেই উন্নয়নের ছাপ বলে অভিযোগ বিজেপি প্রার্থীর। দক্ষিন দিনাজপুর জেলার হিলি ব্লকের মাতাইস গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তার বেহাল পরিস্থিতি। সংস্কারের অভাবে পাকা রাস্তা পরিনত হয়েছে কাচা রাস্তায়। এলাকায় নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। ভারত বাংলা সীমান্ত লাগোয়া এই প্রত্যন্ত এলাকার মানুষের বেশিরভাগই গরিবী রেখার নিচে রয়েছে। এমত অবস্থায় এলাকায় বিশুদ্ধ পানিয় জলের লাইন না থাকায়, পানীয় জল পর্যন্ত কিনে খেতে হচ্ছে এলাকার বাসিন্দাদের বলে অভিযোগ বিজেপি প্রার্থীর।

পাশাপাশি প্রচারে গিয়ে এলাকার বেহাল রাস্তা নিয়ে এলাকাবাসীর প্রশ্নের মুখেও পড়তে হয় প্রার্থীকে। তাই ভোটে জিতে এলাকার রাস্তাঘাটের উন্নতি ও গ্রামে গ্রামে বিশুদ্ধ পানিয় জলের লাইন করাকেই পাখির চোখ করেছেন বিজেপির প্রার্থী বলে জানান তিনি।

রবিবার ভোট প্রচারে গিয়ে বাপি সরকার বলেন, নির্বাচনি প্রাচারে বিভিন্ন এলাকায় প্রচারে গিয়ে জানতে পারছি বিগত দিনে এই এলাকার জেলা পরিষদের কে সদস্য ছিলেন এই এলাকার মানুষ তার নামই জানে না। জেলা পরিষদের সদস্যকে পাঁচ বছরের মধ্যে এলাকায় এক দিনের জন্যেও দেখা যায়নি। তিনি দাবি করেন, তিনি ভোটে জিতে এলে এলাকার রাস্তাঘাটের উন্নয়নের চেষ্টা করবেন। এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার চেষ্টা করবেন। এলাকার মানুষের পাশে থেকে তাদের সাহায্যের সবসময় এগিয়ে আসবেন।

হিলি ব্লকের মাতাইস এলাকায় এক বাসিন্দা জানান, জেলা পরিষদ থেকে এই এলাকার রাস্তাঘাটের কোন উন্নতি হয়নি। দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে এলাকার রাস্তার সংস্কার হয় না। এই এলাকার রাস্তাঘাট বেহাল হয়ে পড়ে আছে। এলাকার রাস্তা ঘাট গুলি খানাখন্দে ভরা। যাতায়াতের একমাত্র রাস্তার বেহাল পরিস্থিতি। জরুরি দরকারে এলাকায় যানবাহন আসতে চায়না। তিওরের পরে এলাকায় কোন যানবাহন আসতে চায় না। যারফলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। তাই জেলা পরিষদের বিভিন্ন দলের প্রার্থীরা প্রচারে এলে তাদের এই এলাকার রাস্তাঘাটের উন্নয়নের কথা জানাচ্ছি। এলাকার রাস্তা ঘাটের উন্নয়ন হোক এটাই আমাদের দাবি।

 

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.