পুরো স্বাস্থ্য কেন্দ্র স্যানিটাইজার নাহওয়ায় ভোটকেন্দ্রের বাইরে বসে কাজ করছে ভোট কর্মীরা
1 min read
আজকেরবার্তা, বালুরঘাট, ২৫এপ্রিল ; ভোট কেন্দ্রে ভোট করাতে এসে ওই কেন্দ্রের চরম অবব্যবস্থ্যা দেখে দীর্ঘক্ষন ভোট কেন্দ্রের বাইরে বসে ভোট কর্মীরা কাজ সারলেও এখনও দেখা মেলেনি প্রশাসনের। ক্ষুদ্ধ ভোট কর্মীরা।ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের ৩৯/২৮ নম্বর বুথে। ভোট কর্মীদের অভিযোগ রবিবার বালুরঘাট শহরের মঙ্গলপুর বিজেপি মোড় এলাকায় অবস্থিত ৩৯/২৮ নম্বর বুথ অর্থাৎ পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভোট কেন্দ্র পড়েছে।। কিন্তু সেই ভোট কেন্দ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভেতর নোংরা ও তুলা পরে থাকায় করোনা ভীতিতে ছড়িয়ে পড়ে। এদিকে এর প্রতিবাদে ভোট কেন্দ্রে না ঢুকে তারা কেন্দ্রের বাইরে বসে যাবতীয় কাজ সারতে বাধ্য হচ্ছেন। জানা গেছে, এই স্বাস্থ্য কেন্দ্র থেকে করোনার ভ্যাকসিন প্রদান করার কাজ গতকাল অবদ্ধি করা হয়েছে। কেন্দ্রের ভেতর প্রচুর তুলা ও নোংরা অপরিষ্কার অবস্থায় রয়েছে। করোনা ভীতির জন্য কেউই ভোট কেন্দ্রে না ঢুকে কেন্দ্রের বাইরে বসেই যাবতীয় কাজ সারতে বাধ্য হচ্ছেন। তাদের অভিযোগ বার বার উপরমহলে অভিযোগ জানানো সত্বেও জেলা প্রশাসনের কোন আধিকারিক এখনও তাদের সুরাহা করতে না আসায় ক্ষুদ্ধ ভোট কর্মীরা। যদিও পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিএলও পপি সরকার।