Wed. Sep 27th, 2023

পেট্রোল পাম্পের সত্যতা নিয়ে বালুরঘাটে সাংবাদিক সম্মেলনে করলো নর্থ বেঙ্গল পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ২৫এপ্রিলঃ

পেট্রোল-ডিজেলের সাথে মেশানো হচ্ছে কেরোসিন তেল এমনই অভিযোগে ভাঙচুর, পথ অবরোধ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। গতকাল কেরোসিন তেল মেশানোর অভিযোগে জেলার বুনিয়াদপুরে পথ অবরোধ করেন বিভিন্ন গাড়ির চালক ও স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি বালুরঘাটের একটি পেট্রোল পাম্প একই অভিযোগে বিক্ষোভ দেখানো হয়। বালুরঘাটের ওই পেট্রোল পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, পেট্রলপাম ভাঙচুর করা হয়েছে এবং সেলসম্যানদের কাছে থাকা 15000 টাকা লুটপাট করা হয়েছে।

অপরদিকে পেট্রোল ডিজেল কেরোসিন তেল মেশানোর অভিযোগ অস্বীকার করেছে নর্থ বেঙ্গল পেট্রল ডিলার অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সদস্য সুরজিৎ ঘোষ এদিন এক সাংবাদিক সম্মেলনে জানান, অভিযোগ ভিত্তিহীন। পাল্টা তিনি অভিযোগ করেন, নির্বাচনে ব্যবহৃত গাড়ি সরকারি স্লিপ দিয়ে তেল দিতে এসে, স্লিপ এ উল্লেখিত তেলের চেয়ে কম তেল নিয়ে বাকি নগদ টাকা দাবি করে। পেট্রল পাম্প মালিকেরা তা দিতে না চাওয়ায় মিথ্যে অভিযোগ দেওয়া হয় পেট্রল পাম্প গুলোর বিরুদ্ধে। এ বিষয়ে তদন্ত চেয়ে দক্ষিণ দিনাজপুর জেলাশাসককে ডেপুটেশন দেওয়া হয়েছে। প্রশাসন উপযুক্ত ব্যবস্থা না নিলে ভোটের পর আগামী 27 এপ্রিল জেলা জুড়ে পেট্রোল পাম্প বন্ধ রাখার হুমকি ও দেন তিনি।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.