যমরাজের বেশে মাক্স স্যানিটাইজার নিয়ে করোনা থেকে মানুষকে সচেতন করছে ইসলামপুরের এক পুলিশ অফিসার।
1 min read
আআজকেরবার্তা, উত্তর দিনাজপুর,২৫ এপ্রিলঃ ইসলামপুরের সড়কে যমরাজ! না প্রাণ নিতে নয় প্রাণ ফেরাতে। কথাটা শুনেই চমকে গেলেন কি। চমকে ওঠার বিষয় অবশ্য কিন্তু কেন যমরাজ? যে প্রাণ নেয় না প্রাণ ফেরায় কি কারণে রাস্তায় রাস্তায় ঘুরছে এই যমরাজ? কেই বা এই যমরাজ? এতসব প্রশ্ন শেষ করে এবার উত্তরের পালায় আসি করোনার দ্বিতীয় আবহাওয়া সংক্রমণ ছড়াচ্ছে দ্রুতগতিতে কিন্তু তবুও সতর্ক নয় সাধারণ মানুষ এমন পরিস্থিতিতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সড়কে এক পুলিশকর্মী যমরাজ শেষে মানুষকে সতর্ক করছে করণা ভরার জন্য বিলি করছে মাক্স স্যানিটাইজার সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেলেন এক পুলিশ কর্মী। করোনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নেমেছেন যমরাজের বেশে। সমাজসেবা মনোভাব রেখে চলা এই পুলিশ কর্মীর উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন ইসলামপুরের মানুষজন।