মহিলাদের বিক্ষোভ সামাল দিতে পুলিশের টিয়ার গ্যাস, লাঠিচার্জের অভিযোগ। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার ডাঙ্গারহাট এলাকার ঘটনা
1 min read
আজকেরবার্তা, কুমারগঞ্জ, ২৫ জানুয়ারিঃ মহিলাদের বিক্ষোভ সামাল দিতে পুলিশের টিয়ার গ্যাস, লাঠিচার্জের অভিযোগ। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার ডাঙ্গারহাট এলাকার ঘটনা। সকাল থেকে এক ব্যক্তির বাড়িতে কয়েক’শ মহিলার দিনভর বিক্ষোভের পর সন্ধ্যা নাগাদ সেই বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাসের শেল ফাটায়।
জান গিয়েছে, প্রায় সাড়ে তিন হাজার মহিলা কে প্রতারণার অভিযোগ ওঠে শামসুদদীন গাজী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার ডাঙ্গা গ্রামের ঘটনা। তার বিরুদ্ধে এলাকার মহিলাদের অভিযোগ প্রায় সাড়ে তিন হাজার মহিলার কাছ থেকে ১৫০০ টাকা করে নিয়ে ঐ ব্যক্তি প্রচারণা করছেন। ঐ ব্যক্তি কলকাতার বাসিন্দা বলে জানাযায়। কলকাতা থেকে এক কোম্পানিতে কাজের জন্য পনেরশো টাকা করে নেয় বলে অভিযোগ। গতকাল রাত থেকে নিখোঁজ ঐ ব্যক্তি। এই নিয়েই শুরু হয় বিক্ষোভ গ্রামবাসী মহিলাদের। যে বাড়িতে ভাড়া ছিলেন সেই বাড়িতে সকাল থেকেই বিক্ষোভ করেন গ্রামের মহিলারা। প্রতারক সামসুদ্দিন যে বাড়িতে ভাড়া ছিলেন সেই বাড়ির মালিকের অভিযোগ কোম্পানিতে তিনি কাজ করেন বলে অভিযোগ ভাড়া নিয়েছিলেন। গ্রামের মহিলারা তাকে বিশ্বাস করে পনেরশো টাকা জমা দেন। গতকাল বিকেল থেকে ওই প্রতারক কে দেখতে না পেয়ে আজ সকাল থেকে বিক্ষোব শুরু করে গ্রামের মহিলারা। ওই বিক্ষোভ সামাল দিতে আসে কুমারগঞ্জ থানার পুলিশ। ঘটনায় তিন জন পুলিশ কর্মী আহত হয়েছে বলে খবর।
এদিকে সারাদিন বিক্ষোভের পর ধৈর্য হারিয়ে সন্ধ্যা নাগাদ ঐ বাড়ির গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে গ্রামবাসীরা। পুলিশ বাধা দেয়ার চেষ্টা করেও বিক্ষোভ সামাল দিতে শেষে টিয়ার গ্যাস ব্যবহার করে। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জেরও অভিযোগ উঠেছে।
যদিও এ মুহূর্তে পুলিশি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে।