মহাদেবের তৃতীয় চক্ষুকে থিম করে ৫২ তম বর্ষে কালী পূজায় বালুরঘাট চকভৃগু প্রিন্স ক্লাব।
1 min read
আজকেরবার্তা, বালুরঘাট, ২৩ অক্টোবরঃ দেবাদিদেব মহাদেবের তৃতীয় চক্ষুকে এ বছরের থিম করে ৫২ তম বর্ষে কালী পূজার প্যান্ডেল গড়ে তুলেছে বালুরঘাট চকভৃগু প্রিন্স ক্লাব। ভগবান শিবের তৃতীয় চক্ষুর আকারে পটশিল্পর মধ্য দিয়ে শ্যামা মায়ের পুজার প্যান্ডেল তৈরি করা হয়েছে। এবং সাথে রয়েছে মানানসই প্রতিমা।
কাল্পনিক ভঙ্গিতে দেবাদিদেব মহাদেবের তৃতীয় চক্ষু বা দি থার্ড আই এই শক্তির অনুভব মানুষের মধ্যে আনতেই এমন উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। বিগত দু’বছর করোনা আবহাওয়ার কারণে নামে রক্ষার পুজো করা হয়েছিল, কিন্তু এবছর করোনার আবহাওয়া কিছুটা শিথিল হতেই নিজেদের থিম পুজোয় ফিরে এসেছে বালুরঘাটের চকভৃগু প্রিন্স ক্লাব।
বিভিন্ন রকমের পাট, দড়ি, কাঠ, সুতো, ও মাটির সড়াতে করা পট শিল্পের মধ্য দিয়ে শিবে তৃতীয় চক্ষু আঙ্গিক ফুটিয়ে তোলা হয়েছে সারা মন্ডপ প্রাঙ্গণে। সাথে রয়েছে মানানসই আলোকসজ্জা।