প্রতিনিয়ত বেড়ে চলা পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবারে অভিনব বিক্ষোভ দক্ষিণ দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রের
1 min read
আজকেরবার্তা, বালুরঘাট, ২৪ সেপ্টেম্বরঃ প্রতিনিয়ত বেড়ে চলা পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবারে সরব দক্ষিণ দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির মাধ্যমে কিভাবে তা বলে পাপ্পু বানাচ্ছে সেই সম্পর্কে অবগত করতে অভিনব প্রতিবাদ কর্মসূচি তৃণমূল যুব কংগ্রেসের।
বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুরের জেলার আটটি ব্লকে অবস্থিত বিভিন্ন পেট্রল পাম্পে এদিন পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখায় তৃনমূল যুব কংগ্রেস। বালুরঘাট সহ জেলার সমস্ত প্রট্রোল পাম্প গুলিতে এদিন যুব তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। কেন্দ্র সরকারের দ্বারা পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ কর্মসূচি চলাকালীন রিসিভ কেটে পেট্রোল নিতে আসা সাধারণ মানুষকে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা অবগত করেন যে কিভাবে কেন্দ্রীয় সরকার পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি করছে এবং তাদের পাপ্পু বানাচ্ছে।
পেট্রোল এবং ডিজেলের মূল্যের রশিদ কেটে মানুষকে অবগত করার মধ্য দিয়ে কেন্দ্র সরকার দ্বারা নির্ধারিত অযাচিত পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব কর্মসূচি পালন করতে দেখা গেল যুব তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেদের। শনিবার সারা দক্ষিণ দিনাজপুরের জেলা জুড়ে সমস্ত পেট্রোল পাম্প গুলিতে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়।
দক্ষিণ দিনাজপুরের জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাউল গানের মাধ্যমে পেট্রোল পাম্পে আসা মানুষদের জানায় দেশের দুর্নিতির কথা। বালুরঘাট সহ জেলার সমস্ত পেট্রোল পাম্প গুলিতে যুব তৃণমূল কংগ্রেস পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির মধ্য দিয়ে জনতাকে পাপ্পু বানাচ্ছে কেন্দ্র সরকার কর্মসূচি পালন করে এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।