Thu. Sep 21st, 2023

100% প্রতিবন্ধকতা নিয়ে মাধ্যমিক 80% নাম্বার পাওয়া পায়েল কে সংবর্ধিত করলো বালুরঘাট থানা কর্তৃপক্ষ

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ২৪জুনঃ মনের ইচ্ছা থাকলে কোন বাধাই যেন বাধা নয়। শারীরিক প্রতিবন্ধকতা কে জয় করে মানসিক শক্তিকে ভর করে মাধ্যমিকে চোখ ধাঁধানো ফল করলো বালুরঘাট ব্লকের কামাড় পাড়ার ছিয়াসি গ্রামের এক ছাত্রী । দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার কামার পাড়া এলাকার ছিয়াসি গ্রামের বাসিন্দা পায়েল পাল এবছর মাধ্যমিকে 80 শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে।পায়েল 100 শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। চলার ক্ষমতা নেই। চলার ক্ষমতা নেই তো কি হয়েছে? তাই বলে কি পড়াশোনায় পিছিয়ে থাকবে তা মোটেও নয়। পায়েল তার মায়ের সাহায্য নিয়ে স্কুলে গিয়ে পড়াশোনা করে এবছর মাধ্যমিকে 80 শতাংশ নাম্বার নিয়ে পাস করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। সেই বিরল কৃতিত্বের অধিকারীনি পায়েলের এই কৃতিত্বের জন্য তাকে সম্মান জানাতে ভোলেননি বালুরঘাট থানা। এদিন বালুরঘাট থানার পক্ষ থেকে ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ, বালুরঘাট থানার আইসি শান্তি পাজা সহ অন্যান্য আধিকারিকরা পায়েলের বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা জানায়। বালুরঘাট থানার পক্ষ থেকে পায়েলের ব্যবহারের জন্য একটি ট্রাই সাইকেল প্রদান করে পুলিশ। আগামী দিনেও পায়েলের পাশে থাকার আশ্বাস দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। বিরল কৃতিত্বের অধিকারিনী এই ছাত্রীকে সম্মান জানাতে বালুরঘাট থানার এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছে পায়েলের বাবা-মা।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.