Sun. Oct 1st, 2023

এবারে উচ্চ মাধ্যমিকেও রাজ্যের মধ্যে প্রথম দশে স্থান করে নিল দক্ষিণ দিনাজপুর জেলার ছাত্র-ছাত্রী।

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ২৪ মে: মাধ্যমিক এর পর এবারে উচ্চ মাধ্যমিকেও রাজ্যের মধ্যে প্রথম দশে স্থান করে নিল দক্ষিণ দিনাজপুর জেলার ছাত্র-ছাত্রী। রাজ্যে যুগ্ম হয়ে তৃতীয় স্থান দখল করে জেলার মুখ উজ্জ্বল করেছে বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রী অনুসূয়া সাহা ও শ্রেয়া মল্লিক। এছাড়াও রাজ্যে প্রথম দশের মধ্যে মেধা তালিকায় চতুর্থ স্থানে রয়েছে জেলার কুমারগঞ্জ ব্লকের ডাঙ্গারহাট উচ্চ বিদ্যালযয়ের সৃজিতা বসাক এবং অষ্টম হয়েছে বালুরঘাট হাই স্কুলের ছাত্র সপ্তক দাস।

জানা গেছে মোট ৪৯৪ পেয়ে রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শ্রেয়া মল্লিক। তার আগামীর স্বপ্ন ইংরেজি মাধ্যম নিয়ে উচ্চশিক্ষিত হওয়ার। রাজ্যের মধ্যে ৪৯৪ পেয়ে তৃতীয় স্থান দখল করে শ্রেয়া । বালুরঘাট উত্তমাশা এলাকায় বাড়ি। বাবা বালুরঘাট জজ কোর্টের সাধারন একজন মুহরি হিসেবে কাজ করেন। শ্রেয়ার মা জানান আগামীতে তার মেয়ে বালুরঘাট কলেজ থেকেই ইংরেজি মাধ্যমে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায়। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা সচল না হওয়ার কারণেই তার উচ্চশিক্ষার ক্ষেত্রে বাড়ির পরিজনদের চিন্তার ভাঁজ পড়েছে কপালে।

শ্রেয়ার পাশাপাশি বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অনুসূয়া সাহা রাজ্যের মধ্যে তৃতীয় ও দক্ষিণ দিনাজপুরের মধ্যে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে। অনুসূয়া সাহার বাড়ি হিলির বাবুপাড়া এলাকায়। তার বাবা অজয় সাহা ডাক বিভাগে কর্মরত, মা ইতি সাহা আশাকর্মী। হিলি থেকে নিয়মিত বালুরঘাট আদর্শ স্কুলে যাতায়াত করত অনুসূয়া। প্রথম দশের মধ্যে মেধা তালিকার তৃতীয় হওয়ায় ভীষণ খুশি অনুসূয়া ও তার পরিবার। সে সংস্কৃতে ১০০ ভূগোলে ৯৮ ইংরেজিতে ৯৯ বাংলাতে ৯৯ ফিলোসফি ৯৮ মোট ৪৯৪ পেয়ে রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে। বড় হয়ে শিক্ষকতা করার ইচ্ছা প্রকাশ করেছে অনুসূয়া এবং ভবিষ্যতে ভূগোল নিয়ে পড়াশোনা করার ইচ্ছা ব্যক্ত করেছে সে। এর পাশাপাশি ভালো মানুষ হওয়ার কথা বলে অনুসূয়া সাহা।

শুধু শহরের স্কুল নয়, গ্রাম অঞ্চলের স্কুল থেকে রাজ্যের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে কুমারগঞ্জ ব্লকের ডাঙ্গারহাট উচ্চ বিদ্যালযয়ের সৃজিতা বসাক। তার প্রাপ্ত নম্বর ৪৯৩। সারাদিনে সে প্রায় ১০ ঘণ্টা করে পড়াশোনা করতো বলে জানিয়েছে। তার এই রেজাল্টের জন্য বাবা-মা থেকে শিক্ষক ও বন্ধুবান্ধব সকলেরই সহযোগিতা রয়েছে বলে জানায়। আগামীতে উচ্চশিক্ষিত হয়ে সে সমাজের জন্য কাজ করতে চায়।

এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে অষ্টম স্থান লাভ করে জেলা তথা বালুরঘাট শহরকে গৌরবান্বিত করল বালুরঘাট হাই স্কুলের ছাত্র সপ্তক দাস। এবছর ৪৮৯ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে অষ্টম হয়েছে সপ্তক। আগামী দিনে মেডিকেল লাইন নিয়ে পড়তে চায় সপ্তক। সপ্তকের বাবা ও মা দুজনেই ডাকবিভাগে কর্মরত। সপ্তকের এই সাফল্যে খুশি তার বাবা মা থেকে স্কুলের শিক্ষক ও প্রতিবেশী সকলেই।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.