করোনা কাল পার করে সরস্বতী পুজোর বাজারে ভীড়। মৃৎশিল্পীদের দাবি কুমোরটুলির
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ২৪ জানুয়ারিঃ তিনবছর করোনা কাল কাটিয়ে এবারে করোনা মুক্ত সরস্বতী পুজোকে ঘিরে কচিকাচা থেকে কলেজ পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখবার মত। আর এই উৎসাহ উদ্দীপনা লক্ষ করে খুশীর হাওয়া বালুরঘাটের মৃৎশিল্পীদের। কেননা তাতে যেমন প্রতিমার চাহিদা যেমন বেড়েছে, তেমনী আশানুরুপ দামে বিকোচ্ছে ছোট, মাঝারি ও বড় প্রতিমা গুলি।যদিও মৃৎশিল্পীদের আপশোস কলকাতা শিলিগুড়ির মতন আজও বালুরঘাটে কুমোরটুলি সরকারের পক্ষ থেকে গড়ে তোলা হয় নি।
অথচ ২০১১ পর থেকে তারা এই সরকারের কাছে এব্যাপারে দাবি জানিয়ে আসলেও আজও তা পুওরন হয়নি। তাই একান্তই বাধ্য হয়ে যত্রতত্র রাস্তার চলাচল অসুবিধে করে তাদের বিক্রির জন্য পথ আটকে প্রতিমা সাজিয়ে বসতে হয়। আর এর জন্য গতবছর এই পুজোর দিনে ব্যাপক বৃষ্টি হওয়ায় তাদের ক্ষতির মুখে পড়তে হয়েছিল। তবে এবার চাহিদা থাকায় দামের দিক দিয়ে তা পুষিয়ে না গেলেও কিছুটা হলেও খরচ খরচা মিটিয়ে লাভের মুখ দেখতে পাওয়ার আশা রাখছেন তারা।
মৃৎশিল্পীরা জানিয়েছেন এবারে ছোট প্রতিমা ১০০ থেকে ২০০, মাঝারি ৪০০ থেকে ৬০০ আর বড় প্রতিমা ১০০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হচ্ছে।তাদের দাবি যদিও রঙ, মাটি খড়, অনান্য সাজ সজ্জার সব দাম বৃদ্ধিতে তাদের অসুবিধের মধ্যে পড়তে হয়েছে। তবুও খরিদ্দারের কথা মাথায় রেখে তাদের সাধ্যের মধ্যেই প্রতিমার দাম করেছেন।
শীতের শেষ পরশের আমেজ মেখে তাই বসন্তকে আবাহন বিদ্যাদেবীর পুজো করতে মেতে উঠলেও প্রতিমা ছাড়াও পুজো অন্য আনুষাংগিক ফলমুল ও ভোগের তরিতরকারি মুল্যবৃদ্ধি কিন্তু আম বাংগালীর কপালে এই শীতেও বিন্দু বিন্দু ঘাম জমতে দেখা যাচ্ছে।