প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা দক্ষিণ দিনাজপুর জেলার নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিত করতে তৎপরতা শুরু করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ
1 min read
আজকেরবার্তা, বালুরঘাট, ২৪ জানুয়ারিঃ প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা দক্ষিণ দিনাজপুর জেলার নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিত করতে তৎপরতা শুরু করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। সেই লক্ষ্যে গতকাল থেকে চলছে জেলার বিভিন্ন স্থানে নাকা চেকিং। রবিবার রাতে বালুরঘাট সার্কিট হাউজ এলাকায় নাকা চেকিং করে বালুরঘাট সদর ট্রাফিক পুলিশ। এদিনও বালুরঘাট থানার পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং চালানো হয় বালুরঘাট শহরের বিভিন্ন প্রান্তে। কোন রুপ অপ্রীতিকর ঘটনা এরাতে দক্ষিণ দিনাজপুর জেলা জুরে শুরু হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বালুরঘাট থানার পুলিশের পক্ষ থেকে ডগ স্কয়ারের মাধ্যমে নাকা চেকিংএ হিলি সিমান্তে থেকে আসা সমস্ত মানুষ, জিনিস পত্র ও যানবাহন পরিক্ষা করা হয়। সিমান্ত পার করে ভারতে আসা নাগরিকদের পাসপোর্ট সহ অন্যান্য জিনিস চেক করে বালুরঘাট থানার পুলিশ।
প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে শহর জূড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা তৈরি করছে জেলা পুলিশ প্রশাসন। শহরে প্রবেশের প্রত্যেকটি রাস্তায় করা হচ্ছে নাকা চেকিং। বালুরঘাট শহরের হিলি মোড় এলাকায় এদিন সকাল থেকে ডগ স্কয়ারে থাকা বালুরঘাট থানার দুটি কুকুর দিয়ে হিলি সিমান্ত থেকে বালুরঘাট শহরের আসা মানুষ, যানবাহন ও বিভিন্ন জিনিস পত্র বিভিন্ন প্রকারের চেকিং করে বালুরঘাট থানার পুলিশ।
ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ জানান, ২৬ শে জানুয়ারির আগে নিরাপত্তা সুনিশ্চিত করতে জেলা পুলিশ বিভিন্ন হোটেল, রেল স্টেশন বাসস্ট্যান্ড সহ শহরে প্রবেশের রাস্তা গুলি চেকিং শুরু করেছে। আগামীকাল, পরশুও চেকিং চলবে।