বালুরঘাট বাসস্ট্যান্ড এলাকা থেকে লক্ষাধিক টাকার নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করলো ভবানী ভবন থেকে আসা সিআইডি এর বিশেষ টিম
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ২৩ নভেম্বরঃ গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল ভবানী ভবন থেকে আসা সিআইডি এর বিশেষ টিম। এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রায় আট হাজার নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পাশাপাশি এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম রঞ্জন পাল, বাড়ি জেলার হিলি থানার অন্তর্গত কিসমত দাপট এলাকায়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আন্তর্জাতিক মাদক পাচারের সাথে যুক্ত ধৃত ব্যক্তি কে জিজ্ঞাসাবাদ করে সিআইডি জানার চেষ্টা করছে কোথা থেকে আনা হয়েছিল কোথায় পাঠানো হবে এবং এর সাথে কারা কারা জড়িত।
ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ জানান, বালুরঘাট বাস স্ট্যান্ড এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে আটক করেছে সিআইডি। বাজেয়াপ্ত করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা হতে পারে বলে জানান তিনি।