একাধিক দাবি দাওয়া নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দফতরের ডেপুটেশন প্রদান বাম যৌথ মঞ্চের।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ২৩ নভেম্বরঃ একাধিক দাবি দাওয়া নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দফতরের ডেপুটেশন প্রদান বাম যৌথ মঞ্চের। সরকারি বেতন প্রাপ্ত শ্রমিক কর্মচারী শিক্ষক শিক্ষা কর্মী ও পেনশনার্সদের বাম সংগঠনগুলির যৌথ মঞ্চের আহবানে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন।
এদিন যৌথ মঞ্চের পক্ষ থেকে বালুরঘাটে মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে এসে অবস্থান বিক্ষোভ করেন ও বিভিন্ন দাবিতে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়।
যৌথ মঞ্চের দাবি,বকেয়া ৩৫ শতাংশ মহার্ঘ ভাতা অবিলম্বে দিতে হবে। স্বচ্ছতার সাথে সারা রাজ্যে সমস্ত শূন্য পদ পূরণ সহ অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করা এবং সমকাজে সমবেতন দিতে হবে। রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধার, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে যৌথ মঞ্চের পক্ষ থেকে এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন দেওয়া হয়।