বালুরঘাট শহরের আত্রেয়ী নদীর বাধের রাস্তা থেকে উদ্ধার হয় শিশু ভ্রুণ
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ২৩ আগষ্ট: বালুরঘাট শহরের আত্রেয়ী নদীর বাধের রাস্তা থেকে উদ্ধার হয় শিশু ভ্রুণ। কুকুর মুখে করে নিয়ে আসে এই শিশু ভ্রুণ। বালুরঘাট শহরের মাতৃসদন ঘাটের রাস্তায় দেখা যায় এই শিশু ভ্রুণটিকে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ।
বুধবার সকালে বালুরঘাট শহরের মাতৃসদন ঘাটের রাস্তায় একটি কুকুরকে মুখে করে একটি শিশু ভ্রুণকে নিয়ে যেতে দেখে স্থানীয়রা। ঘটনাটি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা কুকুরটি কে সরিয়ে দেয়। পরিত্যক্ত শিশু ভ্রুণটি পড়ে থাকে আত্রেয়ী বাধের রাস্তায়। আত্রেয়ী নদীর ব্রিজের দিক থেকে কুকুরটি শিশু ভ্রুণটি নিয়ে আসছিল বলে জানায় স্থানীয় বাসিন্দারা।
বালুরঘাট পৌরসভার অন্তরগত বালুরঘাট মাতৃসদন নার্সিংহোম রয়েছে এই একই এলাকায়। স্থানীয় শুত্রে খবর, নার্সিংহোমের সমস্ত আবর্জনা আত্রেয়ী নদীর ব্রিজ সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান, নার্সিংহোমের থেকেই এই মানব শিশু ভ্রুন এসেছে। নার্সিংহোমের আবর্জনা থেকেই কুকুর এই শিশু ভ্রুণটি নিয়ে এসেছে।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ব্রিজের দিক থেকে একটি কুকুরকে শিশু ভ্রমটিকে মুখে করে নিয়ে আসতে দেখাযায়। স্থানীয় বাসিন্দাদের দাবি এই শিশু ভ্রুণ উদ্ধারের ঘটনার সম্পূর্ণ তদন্ত করুক পুলিশ। কি ভবে এই শিশু ভ্রুণ আবর্জনার স্তুপে পৌঁছায় এই ধটনার তদন্তে দাবি জানায় স্থানীয়রা। পাশাপাশি এই ঘটনার সাথে জড়িত দের কঠোর শাস্তি দাবি জানায় স্থানীয় বাসিন্দারা।
শিশু ভ্রুণ উদ্ধারের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এবিষয়ে বালুরঘাট পৌরসভার পৌরাধক্ষ অশোক মিত্র জানান, ঘটনাটির বিষয়ে তিনি শুনেছেন। এই ঘটনায় পুলিশের তদন্তের আর্জি তিনি জানিয়েছেন। তবে বালুরঘাট পৌরসভার অন্তর্ভুক্ত মাতৃসদন নার্সিংহোম থেকে এই ঘটনা ঘটেছেকিনা তা নিয়ে কোন কথা বলেননি পৌরাধক্ষ।