বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিকদের সবজি চাষ কেন্দ্রিক প্রশিক্ষণ এর মধ্য দিয়ে উদ্যানপালন সপ্তাহ পালন করল উদ্যানপালন বিভাগ।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ২৩ আগস্টঃ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে পালিত হচ্ছে উদ্যান পালন সপ্তাহ। আর এই উদ্যান পালন সপ্তাহকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা উদ্যান পালন বিভাগের পক্ষ থেকে। উদ্যান পালন বিভাগের পক্ষ থেকে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে আবাশিকদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়। এদিন সংশোধনাগরের আবাসিকদের নিয়ে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। মূলত সবজির চাষের উপরে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিক বন্ধুদের পারদর্শী করে তুলতে আজকের এই প্রশিক্ষণ শিবির। পাশাপাশি এদিন জেলা উদ্যান পালন বিভাগের পক্ষ থেকে সংশোধনাগারে বেশ কিছু বৃক্ষরোপণ করা হয়। এদিন সংশোধনাগরের মোট ৫০ জন আবাসিকদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন জেলা উদ্যান পালন বিভাগের আধিকারিক সাহেব পাল, জেলা কৃষি দপ্তরের আধিকারিক অনির্বাণ লাহিড়, বালুরঘাট সংশোধনাগারের সুপার নবীন কুজুর সহ অন্যান্যরা।
বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিকদের নিয়ে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয় বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে। আবাসিকদের নতুন ভাবে জীবন শুরু করার লক্ষ্যে এই প্রশিক্ষণ গুলি দেওয়া হয়। ঠিক একই ভাবে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিকদের উদ্যান পালন সপ্তাহে সবজি চাষ কেন্দ্রিক প্রশিক্ষণ দেওয়া হয়। সংশোধনাগারের আবাসিকদের সবজি চাষ কেন্দ্রিক প্রশিক্ষণের মধ্য দিয়ে উদ্যান পালন সপ্তাহ পালন করল দক্ষিণ দিনাজপুর জেলা উদ্যান পালন বিভাগ।