এনজেপি স্টেশন থেকে গ্রেপ্তার ৬ শিশু সহ মোট ১৩ রোহিঙ্গা
1 min read
আজকেরবার্তা, শিলিগুড়ি, ২৩এপ্রিলঃ 6 জন শিশু সহ মোট 13 জন রোহিঙ্গাকে গ্রেফতার করলো জিআরপি। শুক্রবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে অভিযুক্ত 13জনকে গ্রেফতার করেছে জিআরপি। জিআরপি শুত্রে খবর, দিল্লি ও জম্মু থেকে পৃথক দুটি দলে ভাগ হয়ে রোহিঙ্গারা এদিন নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছায়। শুক্রবার সন্ধ্যায় অসম যাওয়ার ট্রেনের অপেক্ষা করার সময় জিআরপির সন্দেহ হয় এই দলটির উপরে। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালায় নিউ জলপাইগুড়ি জিআরপি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে আসাম থেকে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে যোগ দিতে যাচ্ছিল এই দলটি। তার পরই ফরেনার্স এক্টে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের। এই ১৩ জনের মধ্যে 6টি শিশু, দু’জন মহিলা ও পাঁচজন পুরুষ রয়েছে।
জানা যায়, ছয় শিশু সহ মোট ১৩ জন রোহিঙ্গাকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি স্টেশনের জিআরপি। জিআরপি সূত্রে জানা গিয়েছে, জম্মু ও দিল্লি থেকে দু’ভাগে ভাগ হয়ে এনজেপি স্টেশনে পৌঁছেছিল ওই দলটি। শুক্রবার বিকেলে তাঁরা স্টেশন থেকে অসমের ট্রেন ধরার অপেক্ষায় ছিল। ঠিক তখনই জিআরপি কর্মীদের সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এদিন রাতে তাদের ফরেনার্স অ্যাক্টে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবেদে পুলিশ জানতে পেরেছে অসম থেকে ত্রিপুরা হয়ে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পরিকল্পনা করেছিল তারা। এই ১৩ জনের দলে ছিল ৪-৬ বছর বয়সের ছ’টি শিশু, দু’জন মহিলা ও পাঁচজন পুরুষ। শনিবার তাদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।