Thu. Sep 21st, 2023

দেড় বছরে মমতা ব্যানার্জি কিছুই করতে পারিনি হিলিতে বিজেপির প্রচারে এসে বললেন দিলীপ ঘোষ

1 min read

দক্ষিণ দিনাজপুর :হিলি ২৩এপ্রিল: প্রচারে শেষ দিনে বালুরঘাট বিধানসভা কেন্দ্রর হিলিতে পথসভা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলিপ ঘোষ। এদিনের এই পথসভা থেকে দিলীপ ঘোষ বলেন, 200র বেশি আসন নিয়ে যাতে বিজেপি বাংলায় সরকার গঠন করতে পারে, তার সকলে বিজেপিতে ভোট দেবেন। নির্বাচনের শেষ দিনে করা সভাকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। করোনার কারণে বড় জনসভা বাতিল করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তাই ছোট ছোট পথসভার মধ্য দিয়ে প্রচার করছে সমস্ত রাজনৈতিক দলগুলি। তারই অঙ্গ হিসেবে এদিন বিজেপির এই জনসভা। এদিন সভা মঞ্চ থেকে দিলীপ ঘোষ বলেন বাংলায় মা-বোনেরা সুরক্ষিত নয় এই সরকারের আমলে। তাই আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আগ্রহ জানান তিনি। আরো বলেন সারা বাংলায় বহু কর্পোরেশন এবং পৌরসভা রয়েছে যেগুলির ভোট এখনো পর্যন্ত করায় নেই এই সরকার। তাই বিজেপি ক্ষমতায় আসলে প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর ভোট হবে। কাঠ মানির কথা তুলেও দিলীপ ঘোষ কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় কে। তিনি আরো বলেন কেন্দ্র সরকারের টাকায় মুখ্যমন্ত্রী সুপারস্পেশালিটি হাসপাতাল তৈরি করেছে, কিন্তু সেখানে ডাক্তার নার্স ওষুধ কিছুই নেই। তিনি দাবি করেন বিজেপি সরকার গঠন করলে বাংলায় তৈরি হবে সঠিক পরিকাঠামোর সরকারি হাসপাতাল থেকে শুরু করে উচ্চশিক্ষার ব্যবস্থাও কথায় কথায় ভীনরাজ্যে যেতে হবেনা এখানকার মানুষদের।

পথসভার পর দিলিপ ঘোষ সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী দেড় বছরে কিছুই করতে পারনি মানুষ দাড়িয়ে দাড়িয়ে মারা গেল। পি পি কিটস ঔষধ সব দিয়েছে প্রধানমন্ত্রী। শুধু এখানে নয় বিশ্বকে দিয়েছে তাই বিশ্ব এখন মোদীর উপর ভরসা করে। প্রধানমন্ত্রী বলেছেন সকলেই বিনা পয়সা ভ্যাকসিন দেবে একটু সময় লাগবে। এখন পর্যন্ত ভারতে ১৩ কোটি লোককে ভ্যাকসিন দেওয়া হয়েছে। সারা বিশ্বে কেউ পারেনি। তাই বলছি ভরসা রাখুন মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছি তাই এই দুরবস্থা।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.