নব রুপে আর একটি কারখানার দোকান ঘর এর উদ্বোধন করলো শ্রেয়া টেক্সটাইল
1 min read
বালুরঘাট, ২৩ মার্চ :- মহিলা দের স্বনির্ভর করতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে অন্যতম নাম শ্রেয়া টেক্সটাইল। তাদের নতুন সংযোজন নব রুপে আর একটি কারখানার দোকান ঘর এর উদ্বোধন। বালুরঘাট শহরের টাউন ক্লাব এলাকায় তাদের যে কারখানা শোরুম আছে তারই নিচে ঘরটির শুভ উদ্বোধন হয়। উদ্বোধন করেন পৌর সভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী।
উদ্বোধনের পরে সাংবাদিকদের সামনে বলেন দক্ষিণ দিনাজপুর জেলায় মহিলাদের স্বনির্ভর করতে শ্রেয়া টেক্সটাইলের একটি নজর কাড়া অবদান, যাতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করতে এগিয়ে এসেছে এই শ্রেয়া টেক্সটাইলের মালিক শ্রী জয় প্রকাশ সরকার। তিনি আরও জানান, শ্রেয়া টেক্সটাইলের উদ্যোগে যেমন জেলার মহিলারা স্বনির্ভর হচ্ছে পাশাপাশি জেলা জুড়ে মহিলারা নতুন নাইটি সহ নানান রকম ড্রেস খুব অল্প মুল্যে নানান জিনিস হাতে পাচ্ছেন।
শ্রেয়া টেক্সটাইলের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন জেলার মানুষ জনেরা।