বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জগমোহন ডালমিয়ার ইনডোর ক্রিকেট কোচিং সেন্টারে উদ্বোধন হলো।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ২২ সেপ্টেম্বরঃ বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জগমোহন ডালমিয়ার ইনডোর ক্রিকেট কোচিং সেন্টারে উদ্বোধন করতে বালুরঘাটে আসলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। পাশাপাশি এদিন দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বাৎসরিক পুরস্কার বিতরণী ও সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবির যুগ্ম সম্পাদক স্নেহাশীষ গাঙ্গুলী, সিএবি যুগ্ম সম্পাদক দেবব্রত দাস সহ জেলার প্রাক্তন ও বর্তমান বহু খেলোয়াড়রা।
এদিন বালুরঘাট স্টেডিয়ামের বিকাশ ময়দানে শহরে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি ক্রিকেট কোচিং ক্যাম্পের ছাত্র-ছাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।