রাতের অন্ধকারে বাড়ির মেন গেটের লকহুক কেটে দুঃসাহসিক চুরির ঘটনা চুরির ঘটনা সামনে আসলো বালুরঘাটে।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ২২ জুন: রাতের অন্ধকারে বাড়ির মেন গেটের লকহুক কেটে দুঃসাহসিক চুরির ঘটনা চুরির ঘটনা সামনে আসলো বালুরঘাটে। বালুরঘাট শহরের ১৪ নম্বর ওয়ার্ডের ঘটনা।
বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুঃসাহসিক এক চুরির ঘটনা ঘটে গেলো বালুরঘাট শহরে। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য চড়ায় এলাকায়। বালুরঘাট শহরের ১৪ নং ওয়ার্ডের বগুড়াপাড়ার এলাকার বাসিন্দা শ্যামল সরকারের বাড়িতে বুধবার গভীর রাতে চুরির ঘটনা ঘটায় দূষ্কৃতিরা।
স্থানীয় সুত্রে খবর, বাড়ির মালিক শ্যামল সরকার পেশায় একজন ভীন রাজ্যের শ্রমিক। স্ত্রী চঞ্চলী সরকার বাড়িতে একাই থাকেন। কিন্তু বেশকয়েকদিন আগে বাংলাদেশের এক আত্মীয়ের বাড়িতে বিয়ের নেমন্তন্ন খেতে যান চঞ্চলী। এদিন সকালে তার বাড়িতে ফেরার কথা ছিল। তার মাঝেই এমন ঘটনা ঘটে।
বেশ কিছুদিন বাড়ি ফাকা থাকার সুজোগ পেয়ে দূষ্কৃতিরা এই কাজ করে বলে মনে করছে স্থানীয়রা। চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চঞ্চলী দাসের বোন চম্পা দাস। এদিন ভোরে ঘটনা প্রত্যক্ষ করেই কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই বালুরঘাট থানায় খবর দেয় স্থানীয়রা। বাড়ির সামনের গেটের তালা বন্ধ থাকলেও ঘরের দরজার লকহুক কেটে চোর ঘরে সমস্ত কিছু নিয়ে চম্পট দিয়েছে বলে জানান চঞ্চলী দাসের বোন চম্পা দাস। যদিও সমস্ত ক্ষয়ক্ষতির বিষয়ে বাড়ির মালিক না আসলে জানা জাবেনা বলে জানান তিনি।
চঞ্চলী দাসের বোন চম্পা দাস জানান, তার ভাইজি ফারাক্কায় চাকরি করে। প্রথমে ভেবেছিলেন সে এসেছে। কিন্তু পরে লক্ষ্য করেন বাইরের গ্রীলের তালা ঠিক রয়েছে। কিন্তু মেন গেটের লকহুক কাটা। দুষ্কৃতিরা গ্রীল টপকে মেন গেটের লকহুক কেটে ভেতরে ঢুকে চুরি করেছে। তবে কত পরিমাণ চুরি হয়েছে তা ভেতরে ঢোকার করেই পরিষ্কার হবে।