Thu. Sep 28th, 2023

ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত ৭টি দোকান। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুরে।

1 min read

আজকেরবার্তা, গঙ্গারামপুর, ২২ এপ্রিল: ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত ৭টি দোকান। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। শনিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের বাঁধমোড় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন। স্থানীয় সূত্রে খবর শনিবার ভোরে বাঁধমোড় এলাকায় অবস্থিত বেশ কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় আগুনে ভস্মীভূত হয়ে যায় বেশ কয়েকটি দোকান। যার মধ্যে রয়েছে দুটি সেলুন, জুতো, আলামরি ও জলের দোকান। আগুন লাগার বিষয়টি স্থানীয়দের নজরে আসছে তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন এসে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লাগলো দোকানগুলিতে সে বিষয়ে কিছু জানা যায়নি। এমন ঘটনায় সর্বস্বান্ত হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা। প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তারা। এদিকে ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছান গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। তিনি ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলার পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.