Wed. Sep 27th, 2023

পিকআপ ভ্যান ও অটোর মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত ও গুরুতর আহত ৭ জন যাত্রী.

1 min read

 

আজকেরবার্তা, দক্ষিণ দিনাজপুর, ২১ নভেম্বরঃ পিকআপ ভ্যান ও অটোর মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত ও গুরুতর আহত ৭ জন যাত্রী। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডির মহিলাপালের চৌরঙ্গী মোড় এলাকার ঘটনা। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতের নাম মঞ্জুয়ারা বেগম(৪৫)। বাড়ি কুশমণ্ডির মাজাডাঙ্গা। আহতদের মধ্যে ৪ জন মহিলা আছে। সকলের চিকিৎসা চলছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুশমণ্ডি থানার পুলিশ ও কুশমণ্ডির বিডিও অমরজ্যোতি সরকার। পুলিশি হস্তক্ষেপে এক ঘন্টা পর পথ অবরোধ ওঠে৷ এর পর স্বাভাবিক হয় পরিস্থিতি। শুরু হয় যান চলাচল।

জানা গেছে, এই দিন কুশমণ্ডির মহিপাল থেকে ওই অটো বুনিয়াদপুর শহরের দিকে আসছিল। সেই সময় চৌরঙ্গী মোড়ে উলটো দিক থেকে আসা পিকআপ ভ্যান এসে সজোরে যাত্রী বোঝাই অটোকে ধাক্কা মারে। যার ফলে অটোর চালক সহ ৮ জন জখম৷ যার মধ্যে পরে এক জন গঙ্গারামপুর হাসপাতালে মারা যায়। স্থানীয় সূত্রে জানা যায় এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ওই আহত অটো যাত্রীদের গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকায় ট্রাফিকের ব্যবস্থা ঠিক মত না থাকার জন্য এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা এলাকা জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।

 

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.