Wed. Sep 27th, 2023

লক্ষাধিক টাকার বিপুলসংখ্যক নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল গঙ্গারামপুর থানার পুলিশ।

1 min read

আজকেরবার্তা, দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, ২১ অক্টোবরঃ দীপাবলি ও কালীপুজোর আগে বিশেষ অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার বিপুলসংখ্যক নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল গঙ্গারামপুর থানার পুলিশ।সেইসঙ্গে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করলো গঙ্গারামপুর থানার পুলিশ। বৃহস্পতিবার গঙ্গারামপুর থানার সুকদেবপুর বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া বাজিগুলোর মূল্য লক্ষাধিক টাকা। ধৃত ব্যবসায়ীর নাম মিঠুন ঘোষ। এদিন শুক্রবার ধৃত কে কে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হবে।

কালীপুজো ও দীপাবলির আগে এমন অভিযান আরো চলবে বলে জানিয়েছেন গঙ্গারামপুর থানার পুলিশ প্রশাসন।প্রসঙ্গত হাতে মাত্র আর একটা দিন তারপরেই দীপাবলি ও কালীপূজোতে মাতবে সকলে।প্রতিবার দীপাবলিতে বাজি ফটকা ফাটানো হয়ে থাকে। কিন্তু বাজি পটকা ফাটানোর ফলে যেমন হয় শব্দদূষণ,তেমনি হয় বায়ুদূষণ।তাই এবারে দীপাবলিতে বাজি পটকার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।সেই নির্দেশমতো বাজিবিক্রির ওপরে নজরদারি শুরু করেছে পুলিশ প্রশাসন।সেইমতো বৃহস্পতিবার গঙ্গারামপুর থানার সুকদেবপুর এলাকায় হানা দিয়ে বিপুলসংখ্যক নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করলো পুলিশ।ঘটনায় গ্রেপ্তার এক ব্যবসায়ী।আগামীতে এমন অভিযান আরো চলবে বলে জানিয়েছে গঙ্গারামপুর পুলিশ প্রশাসন।

 

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.