জল নিকাশি ব্যবস্থার অভাবে রাস্তা যেন জলাশয়, সমস্যায় কুশমন্ডিবাসি
1 min readআজকেরবার্তা, কুশমন্ডি, ২১ সেপ্টেম্বরঃ
দক্ষিন দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লক কুমোর পাড়া এলাকায় জল নিকাশি ব্যাবস্থা না থাকায় দীর্ঘ চার বছর ধরে রাস্তার উপরে জল জমে থাকছে। যাতায়াতে চরম সমস্যা সম্মুখীন হচ্ছে ক্ষুদে পুড়ায়ারা থেকে শুরু সাধারণ মানুষ সকলেই। যাতায়াতের এক মাত্র রাস্তাটির বেরহাল অবস্থা। দীর্ঘ দিন সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে গিয়েছে রাস্তাটি।জল নিকাশি ব্যবস্থা না থাকায় রাস্তায় জল জমে থেকে। বর্ষা কালে জল জমে বড় জলাসয়ের আকার নেয় এই রাস্তাটি। প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে এই রাস্তাদিয়ে। বর্ষার জল জমে থাকার ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয়দের বলে অভিযোগ তাদের।
স্থানীয়দের অভিযোগ, বারংবার কুশমন্ডি গ্ৰাম পঞ্চায়েত ও কুশমন্ডি ব্লক প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা হয়েনি রাস্তা সংস্কারের বিষয়ে। গ্রাম বাসিদের দাবি অতি সত্তর জল নিকাশি ব্যাবস্থা গ্রহন করা হোক এই রাস্তাটিতে। চলাচলের একমাত্র রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় নিত্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছে একাবাসিদের বলে তাদের অভিযোগ। এই এলাকায় রয়েছে প্রাথমিক বিদ্যালয়, অঙ্গনারী সেন্টার সহ অন্যান্য কাজের জায়গা। রাস্তায় জল জমে থাকার ফলে প্রায় সয় দুর্ঘটনা লেগেই থাকে এই রাস্তায় বলে জানান স্থানীয় গ্ৰামবাসী ছবি হাজরা।
কুশমন্ডি ব্লক বিডিও অমর জ্যাতি সরকার বলেন, কুমোর পাড়া এলাকার রাস্তা আমরা সার্ভে করেছি। জল নিকাশি ব্যাবস্থা কারে দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন তিনি।