ছয় দফা দাবি নিয়ে জেলা শাসকের দফতরের ডেপুটেশন প্রদান আদিবাসী জমি রক্ষা কমিটির।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ২১ সেপ্টেম্বরঃ আদিবাসীদের জমি জবর দখল, আদিবাসী সমাজের ওপর অন্যায় অত্যাচার, দাঙ্গার ষড়যন্ত্র, বিভেদ, শোষণ ইত্যাদির প্রতিবাদে বিক্ষোভ আদিবাসী জমি রক্ষা কমিটির। এদিন বালুরঘাটে তীর,ধনুক সহ সশস্ত্র মিছিল করে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখায় দক্ষিণ দিনাজপুর জেলা আদিবাসী জমি রক্ষা কমিটি। পাশাপাশি জমি রক্ষা কমিটির পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরে ছয় দফা দাবি সংবলিত স্মারকলিপি দেওয়া হয়। আদিবাসীদের ডেপুটেশনকে ঘিরে যাতে কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সে কারণে বালুরঘাট থানার বিশাল পুলিশ মোতায়ন করা হয়।
আদিবাসী জমি রক্ষা কমিটির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি মঙ্গল হাঁসদা জানান, জেলার বিভিন্ন জায়গায় আদিবাসীদের জমি জোর করে নেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি তার আরো অভিযোগ, আদিবাসীদের মুসলিমদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার ষড়যন্ত্র দেখা যাচ্ছে। আদিবাসীদের জমি যাতে জবরদখল না হয়ে যায় সেই দাবি সহ বিভিন্ন দাবিতে সেদিন জেলা শাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।