টাকার বিনিময়ে অযোগ্যদের পঞ্চায়েত নির্বাচনের টিকিট পাইয়ে দেওয়ার অভিযোগ খোদ বিধায়িকার স্বামীর বিরুদ্ধে।
1 min readআজকেরবার্তা, কুশমন্ডি, ২১ জুন: টাকার বিনিময়ে অযোগ্যদের পঞ্চায়েত নির্বাচনের টিকিট পাইয়ে দেওয়ার অভিযোগ খোদ বিধায়িকার স্বামীর বিরুদ্ধে। ঘটনায় কুশমন্ডি বিধায়িকার স্বামীকে হেনস্থা তৃণমূল কংগ্রেসের মহিলাদের৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।
কুশমন্ডি ব্লকের ৩ নং উদয়পুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীর পদ বিক্রি করার অভিযোগ ওঠে বিধায়িকার স্বামীর বিরুদ্ধে। ঘটনায় উতপ্ত মহিলার চড়াও হয় অভিযুক্তর উপর। জামার কলার ধরে মাটিতে বসিয়ে প্রার্থী পদ বিক্রি করার অভিযোগ তুলে জবাবদিহি চায় মহিলারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
স্থানীয় তৃণমূল কংগ্রেসের সমর্থক মহিলাদের অভিযোগ, কুশমন্ডি বিধায়িকা রেখা রায়ের স্বামী নকুল রায় টাকার বিনিময়ে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীর পদ বিক্রি করেছেন। ঘটনার খবর চড়াও হতেই উত্তেজিত কুশমন্ডি ব্লকের তৃণমূল কংগ্রেসের মহিলা সমর্থকেরা চড়াও হয় বিধায়িকা রেখা রায়ের স্বামী নকুল রায়ের উপর চড়াও হয়।
পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীর পদ বিক্রি করার অভিযোগ তুলে বিধায়িকা রেখা রায়ের স্বামী নকুল রায়কে রীতিমতো কলার ধরে মাটিতে বসিয়ে জবাবদিহি মহিলাদের। জামার কলার ধরে বসিয়ে আটকে রাখেন ও বিক্ষোভ দেখান। এমনকি জামা ছিঁড়ে দেন বিক্ষিপ্ত তৃণমূল কংগ্রেসের মহিলারা।
কুশমন্ডি ব্লকের বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের মহিলাদের অভিযোগ, নকুল রায়ের অঙ্গুলিহেলনে এলাকার দলীয় যোগ্য কর্মীরা প্রার্থী হতে পারেন নাই। টাকার বিনিময়ে অযোগ্যদের টিকিট পাইয়ে দিয়েছেন বিধায়িকার স্বামী। আর এই অভিযোগেই এলাকার মহিলারা এদিন কুশমন্ডি বিধায়িকার স্বামীকে পেয়ে তার উপর চড়াও হন।
পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী পদ বিক্রি করার অভিযোগ তুলে বিক্ষিপ্ত মহিলারা কুশমন্ডি বিধায়িকার স্বামীর জামার কলার ধরে বসিয়ে আটকে রাখেন ও বিক্ষোভ দেখান। এমনকি জামা ছিঁড়ে দেন। অভিযোগ নকুল রায়ের অঙ্গুলিহেলনে এলাকার দলীয় যোগ্য কর্মীরা প্রার্থী হতে পারেনি।
এদিকে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ঘটনার খবর পেয়ে কুশমন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্ত বিধায়িকার স্বামীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ।
এবিষয়ে দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সুভাষ চাকি জানানা, বিষয়টির ব্যাপারে তিনি শুনেছেন। তৃণমূল কংগ্রেস কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় না। পুরো ঘটনা সত্যতা বিচার করে দল পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।