Thu. Sep 21st, 2023

তপন ব্লকের হরসুরাতে নির্বাচনী প্রচারে তৃণমূল ছাত্র পরিষদের

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট 21st April: ভোট প্রচারে ব্যাস্ত তৃণমূল।৪০ নং তপন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস কল্পনা কিস্কুর সমর্থনে তপন ব্লক ছাত্র পরিষদের পক্ষ থেকে তপনের হরসুরা এলাকায় বুধবার প্রচার করে তৃণমূল। এলাকায় প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রীর সমস্ত উন্নয়ন মুলক প্রকল্পগুলিকে হাতিয়ার করে চলছে তৃণমূল কংগ্রেসের প্রচার। ৪০ নং তপন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস কল্পনা কিস্কুর সমর্থনে তপন ব্লকের 4 নং হারসুরা অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বাড়িবাড়ি ভোট প্রচার করা হয় ।
রাত পেরোলেই তপন ব্লকে আসছেন তৃণমূল সুপরিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর তার আগে চলছে জোর কদমে প্রচার। মুখ্যমন্ত্রীর কথা মতো প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে হারসুরা অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ভোট প্রচার করা হয়।
তপন ব্লক তৃণমুল কংগ্রেস ছাত্র পরিষদের উদ্যোগে এদিনের এই কর্মসূচিটি করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তপন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।
করোনার দ্বিতীয় পর্যায়েও থেকে নেই ভোট প্রচার তৃণমূল কংগ্রেসের।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.