Sun. Apr 21st, 2024

বালুরঘাট শহরের টাউনক্লাব মাঠে নির্বাচনী প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

1 min read

আজকের বার্তা, বালুরঘাট, 21st April:

কবি শঙ্খ ঘোষ কে শ্রদ্ধা জানিয়ে বালুরঘাটে জনসভা শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বালুরঘাট টাউন ক্লাব মাঠে বালুরঘাটের তৃণমূল প্রার্থী শেখর দাশগুপ্তের সমর্থনে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সংস্কৃতির শহর বালুরঘাট উল্লেখ করে বালুরঘাটে নাট্য উৎকর্ষ কেন্দ্র তৈরি হয়েছে, আন্তর্জাতিক স্থলবন্দর হিলি তে বৈদেশিক বাণিজ্যে যাতে আরো কর্মসংস্থান হয়, বালুরঘাটের লাইফ লাইন আত্রেয়ী নদী বাংলাদেশ বাঁধ দেওয়ায় বাংলাদেশের সাথে কথা বলা, বালুরঘাটে সাঁওতালি ভাষার গবেষণা কেন্দ্র তৈরি করা, মেডিকেল কলেজ তৈরি করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন এবারের নির্বাচন “বাংলা বাঁচাও” নির্বাচন।
করোনা আবার বেড়ে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বহিরাগতদের এনে ছড়াচ্ছে। এটা “মোদি মেড ডিজাস্টার”। দেশে ওষুধ নেই, বিদেশে ওষুধ পাঠাচ্ছে। প্রচুর সেন্ট্রাল ফোর্স এসেছে, তাদের জায়গা দিতে হচ্ছে, তাই সেফ হাউজ কমে গিয়েছে।
পুরো গভর্মেন্ট অফ ইন্ডিয়া নেমে গিয়েছে। দিল্লি বাংলা চালাবে না, বাংলা বাংলা চালাবে।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের প্রার্থী শেখর দাশ গুপ্তের সমর্থনে জনসভার পর তিনি হেলিকপ্টারে জেলার হরিরামপুরে পৌঁছান। হরিরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে সেখানে নির্বাচনী জনসভা করেন।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.