Thu. Sep 28th, 2023

অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখায়

1 min read

 

আজকেরবার্তা, হিলি, দক্ষিণ দিনাজপুর, ২১ফেব্রুয়ারি: অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখায়। এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার সম্প্রীতির প্রয়াসে অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভারত – বাংলাদেশ আন্তর্জাতিক শূন্যরেখার হিলিতে দুদেশের ভাষা প্রেমী মানুষের মধ্যে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক বিনিময় হয়। দুদেশের মানুষ সব বাধা দূর করে আজ হিলির শূন্যরেখায় মিলিত হয়েছেন দু’দেশের বাংলা ভাষাভাষী মানুষ ।
প্রতি বছর এই দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা পৃথিবীতে পালিত হয় । ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলা চাই – এই দাবী আদায়ের সংগ্রামে শহীদদের আত্মদানের জন্য ১৯৯৯ সালে জাতি সঙ্ঘের ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে । তাই একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন বিশ্বের কাছে শুধু শোক আর বেদনার দিন নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের, সব ভাষার অধিকার প্রতিষ্ঠার সার্বজনীন উৎসব ও প্রেরণার দিন । “উজ্জীবন সোসাইটি”, তিওড়, হিলি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ ভারত, উত্তরের রোববার বালুরঘাট দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট রেনবো কালচারাল একাডেমি, এবং “সাপ্তাহিক আলোকিত সীমান্ত” হাকিমপুর, ও দিনাজপুর হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বাংলাদেশের এর যৌথ উদ্যোগে বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণে হিলি আন্তর্জাতিক চেকপোস্টে অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হলো ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে মাতৃভাষা দিবস পালনের উৎসব। সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ হিলি সীমান্তে শূন্য দেখায় ভারত বাংলাদেশ এর সাহিত্য অনুরাগীরা যৌথভাবে পালন করে ভাষা দিবসের অনুষ্ঠান। প্রদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিন বালুরঘাট শহরে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়। এদিন প্রভাতী সাহিত্য দর্পণ সংস্থার উদ্যোগে বালুরঘাটে চকভবানী কালীবাড়ি এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বরচিত কবিতা পাঠ, বক্তব্য, নৃত্য, আবৃত্তি পাঠের মধ্য দিয়ে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সংস্থার সম্পাদক ধীমান দাস জানিয়েছেন, ভাষা সংখ্যা প্রকাশের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.