বালুরঘাটে CAA – এর সমর্থনে বিজেপির মিছিল শুরু হতেই আটকে দিল পুলিশ।
1 min read
বালুরঘাট, ২০ ডিসেম্বর – তৃণমূল যখন NRC ও CAA – এর বিরোধিতায় সরব হয়েছে ঠিক তখন এর সমর্থনে পথে নামল বিজেপি। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে CAA – এর সমর্থনে মিছিল শুরু হতেই তা আটকে দেয় পুলিশ। মিছিল আটকে দেওয়ায় আন্দোলনকারীরা বালুরঘাট হিলিমোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।প্রতিবাদে রাস্তায় অবস্থান বিক্ষোভে বসে বিজেপি নেতৃত্ব থেকে দলীয় কর্মী সমর্থকরা। এমনকি পুলিশি ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে বিজেপি কর্মীদের। এদিনের কর্মসূচির নেতৃত্ব দেন সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মণ, বিজেপি নেতা নীলাঞ্জন রায়, শুভেন্দু সরকার, বাপি সরকার সহ অন্যান্য জেলা নেতৃত্বরা। দীর্ঘক্ষণ দু’পক্ষের মধ্যে বচসা চলার পর পথসভার শর্তে অবরোধ তুলে নেয় বিজেপি সমর্থকরা। যানচলাচল স্বাভাবিক হয়। এদিনের মিছিলে শতাধিক কর্মীসমর্থক পায়ে পা মেলান। বালুরঘাট মঙ্গলপুর থেকে মিছিলটি বের হলে হিলি মোড়েই সেই মিছিল আটকে দেয় পুলিশ।
অপর দিকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরেও বিজেপির মিছিল আটকায় পুলিশ। বাংলাদেশী উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিনন্দন জানিয়ে শুক্রবার গঙ্গারামপুরে সংবর্ধনা সভা করে বিজেপি। এরপর গঙ্গারামপুর শহরে সিএএ ও এনআরসি – এর সমর্থনে মিছিল করে বিজেপি।এদিনের মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির জেলা নেতা বিপ্লব মিত্র ও প্রশান্ত মিত্র। কিন্তু বিজেপির মিছিল গঙ্গারামপুরের চৌপথিতে আসার আগেই পুলিশ ব্যারিকেড করে বিজেপির মিছিল আটকে দেয়।ফলে বালুঘাটের মত গঙ্গারামপুরেও মিছিলে যাওয়া কর্মী সমর্থকরা পুলিশের বাধা পেয়ে রাস্তায় বসে পড়ে। অবরুদ্ধ হয়ে যায় বালুরঘাট মালদা ৫১২ নম্বর জাতীয় সড়ক। দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে থাকায় আটকে পড়ে বহু দুরপাল্লার গাড়ি। সমস্যায় পড়ে নিত্যযাত্রী সহ সাধারণ মানুষ।