কেন্দ্রীয় সরকারের একাধিক সিদ্ধান্ত নিয়ে বিক্ষোভ সমাবেশ দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ২০ সেপ্টেম্বরঃ ১০০ দিনের কাজে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রাপ্য টাকা, ইডি, সিবিআই কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার বন্ধ এবং আবাস যোজনা ও সড়ক যোজনায় বরাদ্দ অর্থের দাবিতে এবং রান্নার গ্যাস সহ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারণে বিক্ষোভ সমাবেশ দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের। এদিন বিকেলে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করে জেলা তৃণমূল। এদিনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকার, যুব তৃণমূল জেলা সভাপতি অম্বরিশ সরকার, মহিলা তৃণমূল জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী এবং তৃণমূল রাজ্য সম্পাদক গৌতম দাস সহ তৃণমূলের জেলা নেতৃত্ব।
অপরদিকে থানা মোড়ে জেলা শাসকের দপ্তরের সামনে বালুরঘাটের প্রধান রাস্তা আটকে সমাবেশের মঞ্চ করায় কটাক্ষ করেছেন বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। তৃণমূলের বিক্ষোভ সমাবেশ বিকেলে হলেও মঞ্চ তৈরি করার জন্য সকাল থেকেই ছাত্র-ছাত্রীসহ অফিস যাত্রী এবং শহরবাসী চলাচলে অসুবিধা সৃষ্টি হয়। বিজেপির অভিযোগ, শাসক দলের সুবিধে নিয়ে দিনভর রাস্তা আটকে সমাবেশ করছে তৃণমূল কংগ্রেস।
যদিও মঞ্চ তৈরীর বিষয়ে তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকার জানান, 100 দিনের টাকা সহ গরিব ও সাধারণ মানুষের স্বার্থে তৃণমূলের এই বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। মানুষের স্বার্থেই সাধারণ মানুষের কিছুটা অসুবিধে হয়েছে। তবে রাস্তার অর্ধেক অংশে মঞ্চ তৈরি হয়েছিল, রাস্তার অর্ধেক সাধারণের চলাচলের জন্য খোলা রাখা হয়েছে।