রাস্তা মেরামতের দাবিতে বালুরঘাট-তপন রাজ্য সড়ক অবরোধ।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ২০ সেপ্টেম্বরঃ পঞ্চায়েত ভোট এর দামামা বাজতে আর সময় নেই বেশি দিন, তার আগেই পঞ্চায়েত এলাকার বেহাল রাস্তা নিয়ে বিক্ষোভ দেখিয়ে পথে নেমে গেল দক্ষিণ দিনাজপুর জেলায় বালুঘাট ব্লকের জলঘর অঞ্চলের বাসিন্দারা। গতকালের সাথে সাথে আজকেও বালুরঘাট তপন রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয় এলাকাবাসীরা।
জানা গেছে জলঘর থেকে তেলাপুকুর এলাকা পর্যন্ত বেশকিছু অংশ কাচা রাস্তা রয়েছে। যাতায়াতের এক মাত্র রাস্তা হয়ায় নিত্য যাত্রীদের সমস্যার সৃষ্টি হয় প্রতিনিয়ত। বৃষ্টির কারণে বেহাল দশায় পরিণত হয়েছে রাস্তাটি। চলাচলের এক মাত্র রাস্তার বেহাল পরিস্থিতি হওয়ার কারনে নানান সমস্যার সৃষ্টি হয় প্রতিনিয়ত একালাবাসিদের।
বেহাল রাস্তা মেরামতের দাবি জানিয়ে ও এরুপ রাস্তার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে স্থানীয়রা বালুরঘাট তপন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখতে শুরু করে এলাকাবাসীরা। পথ অবরোধ করায় শুরু হয়েছে যানজটের। যদিও এখনও পর্যন্ত বালুরঘাট থানার পুলিশ গিয়ে পৌঁছায়নি।