ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্য দানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করল বিজেপি।
1 min read
আজকেরবার্তা বালুরঘাট ২০ জুন: দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি পালন করল পশ্চিমবঙ্গ দিবস। ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্য দানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করল বিজেপি।
বালুরঘাট শহরে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালযয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার ২০ শে মে পশ্চিমবঙ্গ দিবস পালন করলে বিজেপি। বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ প্রদান করেন সুকান্ত মজুমদার সহ দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির কার্যকর্তারা।
প্রসঙ্গত, বিগত দিনে প্রত্যেক রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহন করে ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। সেই অনুযায়ীই ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্ত গ্রহ্ন করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে। ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির নাম পশ্চিমবঙ্গের ইতিহাসে উল্লেখযোগ্য। ১৯৯১ সালের রাষ্ট্র স্বয়ং সেবক সঙ্গের সহযোগিতায় তিনি ভারতীয় জনতা পার্টি সর্বসরী দল ভারতীয় জনসংখ্যা দল প্রতিষ্ঠা করেন। তাই পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্গ নিবেদন করে বিজেপি।
প্রতিবছর ২০ জুন পশ্চিম বঙ্গ দিবস পালন করা হয়। ২০২১ সাল থেকে বিজেপির পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা শুরু করে। তাই প্রতি বছরের ন্যায় এবছর ও সারা রাজ্যের পাশাপাশি দক্ষিন দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে পশ্চিম বঙ্গ দিবস পালন করে বিজেপি।
পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে প্রয়াত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান প্রসঙ্গে বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান পশ্চিমবঙ্গ গঠনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান অনস্বীকার্য।