রথের চাকা ঘোরার সাথে সাথে ঢাকে কাঠি পড়ে গেলো বাঙ্গালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের।
1 min readআজকেরবার্তা বালুরঘাট, ২০ জুন: রথ যাত্রা কে কেন্দ্র করে সেজে উথেছে বোয়ালদাড় জগন্নাথ ধাম। রথযাত্রা উপলক্ষে বালুরঘাট ব্লকের বোয়ালদাড় গ্রামের জগন্নাথ মন্দিরে নাম জরে আসলো মানুষের ঢল।
জগন্নাথ বলরাম সুভদ্রা রথে চেপে মামার বাড়ির উদ্যেশ্যে রউনা হয় মন্দির থেকে। হিন্দু ধর্মের অন্যতম একটি উৎসব রথ যাত্রা। আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় হয় রথযাত্রা উৎসব।
বোয়ালদাড়ে এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে নব নির্মিত জগন্নাথ ধামে রথযাত্রা উৎসব। রথ যাত্রা ও মন্দিরে পূজাকে কেন্দ্র করে বসেছে মেলা। ভক্তদের ঢল নেমেছে মন্দির প্রাঙ্গণে।
জগন্নাথ দেবের রথের চাকা ঘোরার সাথে সাথে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার ঢাকের কাঠি পড়ে গেল। রথযাত্রার পূর্ণ তিথিতে দুর্গোৎসবের খুঁটি পুজোর অনুষ্ঠিত হলো বালুরঘাট শহরের বিভিন্ন ক্লাবে। বালুরঘাট শহরের বিভিন্ন ক্লাবগুলিতে এদিন দুর্গোৎসবের খুঁটিপুজো হয়।
বালুরঘাট শহরের শিবতলি ক্লাব, কচিকলা ক্লাব, মহামায়া ক্লাব সহ অন্যান্য বিভিন্ন ক্লাবে দূর্গা পুজো খুঁটি পূজা ও কাঠামো পূজার মধ্য দিয়ে দূর্গা পূজোর প্রস্তুতি শুভারম্ভ হয়। এবারে নতুন কোনো চমক নিয়ে শিব্তলি ক্লাবের ৬০ তম বছরে দূর্গা পূজার প্যান্ডেল করা হবে। পাশাপাশি আধুনিক মন্দিরের সাজে ৫৬ তম দূর্গা পূজা পদার্পন করবে বালুরঘাটের কচিকলা ক্লাব। মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত মহামায়া ক্লাবের দুর্গোৎসব এবার ৭০ তম বর্ষে পদর্পন করবে।
সবমিলিয়ে রথের চাকা ঘোরার সাথে সাথে ঢাকে কাঠি পড়ে গেলো বাঙ্গালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের। একদিকে রথ্যাত্রার আনন্দ ওপর থেকে দেবীর আগমনের প্রতিক্ষা শুরু। সব মিলিয়ে এখন থেকেই উৎসবের সঙ্গে মেতে উঠলো আপামর বাঙ্গালী।