এবারে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী শাশুড়ি ও তৃণমূল প্রার্থী বৌমা।
1 min read
আজকেরবার্তা হিলি, ২০ জুন: শাশুড়ি বনাম বৌমা। না তবে এবার সংসারের লড়াই নয়, এবার লড়াই নির্বাচনের। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে হিলি ব্লকের পাঞ্জুলের আগ্রা গ্রামের বিজেপি প্রার্থী শাশুড়ি ও তৃণমূল প্রার্থী বৌমা। নির্বাচনের লড়াইয়ে শাশুড়ি বৌমার প্রতিদ্বন্দ্বিতা নজর কার্য জেলাবাসীর।
দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ২নম্বর পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের আগ্রা গ্রামের এবারের পঞ্চায়েত নির্বাচনে শাশুড়ি বনাম বৌমা প্রার্থী তৃণমূল কংগ্রেস ও বিজেপির। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এবারে বৌমা মামনী মুর্মু প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের ও শ্বাশুড়ি লক্ষ্মী সরেন প্রার্থী হয়েছেন বিজেপির।
একই পরিবারের দুই সদস্য দুই ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী হওয়ায় নজর কেরেছে সকলের।
হিলি ব্লকের ২নম্বর পাঞ্জুল গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মামনী মুর্মু তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা করেন। তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থী হিসাবে তার নাম উঠে আসে। অপরদিকে একই বাড়িতে বসবাসকারী মামনী মুর্মুর কাকি শ্বাশুড়ি লক্ষ্মী সরেন বিজেপির পক্ষ থেকে মনোনয়ন জমা করেন। একই ভবে বিজেপির দলীয় প্রার্থী হিসাবে তার নাম উঠে আসে।
এক বাড়ি থেকে বৌমা বনাম শ্বাশুড়ির নির্বাচনের ময়দানের প্রতিদ্বন্দ্বিতার খবর নজর কেড়েছে জেলাবাসীর। ইতিমধ্যে নির্বাচনী প্রচারে নেমেছেন দুই প্রার্থী। উভয় পক্ষের দাবি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হবেন। শাশুড়ির বনাম বৌমার নির্বাচনী প্রচার কে ঘিরে উৎসাহী ২ নম্বর পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের আগ্রা গ্রামের বাসিন্দারা।
নিজ নিজ রাজনৈতিক দলের যুক্তি এবং দলের স্বচ্ছতা ভাবমূর্তি বিষয়টিকে সামনে রেখে মানুষের কাছে নির্বাচনের প্রচার করবেন দুই প্রার্থী বলে জানিয়েছেন তারা। তবে নির্বাচনী লড়াই শুধু মাত্র নির্বাচনের ময়দানেই থাকবে বলে দাবি তাদের। নির্বাচনের লড়াই কখনই পারিবারিক সম্পর্কের মধ্যে ফাটল ধরবে না বলে তারা জানিয়েছেন মামনী মুর্মু ও লক্ষ্মী সরেন।
তৃণমূল কংগ্রেসের মামনি মুর্মুর শাশুড়ি লক্ষ্মী সরেন জানিয়েছেন, যেহেতু নিজের ছেলের বউ দাঁড়িয়েছে মানবিকতার খাতিরে ছেলের বউকেই ভোট দিতে হবে। তিনি আরো বলেন যে আমার নিজের যা মায়া হেমরমের সাথে কোনদিনই পারিবারিক বিষয় নিয়ে বিবাদ হয়নি। আর আগামীদিনেও হবে না। নির্বাচনের বিভেদ কখনোই পরিবারের বিভেদ হবে না।
বিজেপি প্রার্থী মায়া হেমরম জানিয়েছেন, বিগত দিনে তৃণমূল কংগ্রেস এলাকায় ক্ষমতায় ছিল। কিন্তু ক্ষমতায় থাকাকালীন এলাকার তেমন উন্নয়ন হয়নি। আমি নির্বাচনে জয়লাভ করলে গ্রামের মানুষের জন্য নিশ্চয়ই কাজ করব।
দক্ষিণ দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে এখন উদগ্রীব হিলির আগ্রাতে শাশুড়ি বনাম বৌমার নির্বাচনী লড়াই নিয়ে। পাশাপাশি শাশুড়ি বনাম বৌমা নির্বাচনের লড়াই নজর এলাকার ভোটারদের।