নির্মীয়মান আত্রেয়ী নদীর বাঁধ পরিদর্শন করলো জেলা প্রশাসনের আধীকারিকেরা
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ২০ মে: নির্মীয়মান আত্রেয়ী নদীর বাঁধ পরিদর্শন করলো জেলা প্রশাসনের আধীকারিকেরা। বালুরঘাট শহরের চকভবানী একালায় আত্রেয়ী নদীর উপর বাঁধ নির্মাণের কাজ চলছে দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুরু হওয়া আত্রেয়ী নদীর বাঁধ নির্মাণের কাজ। শনিবার বিকেলে বাঁধ নির্মাণের কাজ পরিদর্শন করতে যান খোদ জেলা শাসক বিজিন কৃষ্ণা সহ অন্যান্য অন্যান্য আধিকারিকেরা।
প্রসঙ্গত, আত্রেয়ী নদীর উপর বাংলাদেশের দিনাজপুর জেলার ফুলবাড়ি রোডের মোহনপুর এলাকায় চায়না হাইড্রোলিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উদ্যোগে রাবার ড্যাম তৈরি করে বাংলাদেশ সরকার। এই রাবার ড্যাম তৈরি করার পর থেকেই ভারতের আত্রেয়ী নদীতে জলের সমস্যা দেখা দিতে থাকে। রাবার ড্যামের মাধ্যমে আত্রেয়ী নদীর জল আটকে দেয় বাংলাদেশ সরকার। যার ফলে সমস্যার সম্মুখীন হতে হয় দক্ষিন দিনাজপুর জেলার বাসিন্দাদের।
কৃষি প্রধান জেলা দক্ষিন দিনাজপুর। কৃষক ও মৎস্যজীবীদের জীবন প্রবাহ জড়িয়ে রয়েছে আত্রেয়ী নদীর সাথে। কিন্তু বাংলাদেশ সরকারের দেওয়া রাবার ড্যামের পর থেকে ভারতে প্রবাহিত আত্রেয়ী নদীর জলে টান পড়ে। আত্রেয়ী নদীর জল কমে যাওয়ার একাধিক আন্দোলন দেখা দেয় জেলা জুড়ে। একাধিক বার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হয় আত্রেয়ীর জলের সমস্যা নিয়ে।
অবশেষে, দক্ষিন দিনাজপুর জেলার খড়া প্রবন এলাকার মানুষদের জীবিকার কথা মাথায় রেখে ২০২১ সালের জানুয়ারি মাসে উত্তর দিনাজপুর জেলায় একটি সভা করতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন বালুরঘাট শহরের চকভবানী একালায় আত্রেয়ী নদীর উপর বাঁধ তৈরি করার। ১০ কিলোমিটার জল ধরে রাখার লক্ষে আত্রেয়ী নদীর উপর এই বাঁধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর আত্রেয়ী নদীর উপরে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। বাঁধ নির্মাণের কাজ চলাকালীন হঠাৎ আত্রেয়ী নদীতে জল বেড়ে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছিল বাঁধ নির্মাণের কাজ। বন্যার প্রবাহ কমে যাওয়ার পর আবারও বাঁধ নির্মাণের কাজ শুরু করে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। কৃষক ও মৎস্যজীবীদের জীবিকার কথা মাথায় রেখে ১০ কিলোমিটার আত্রেয়ী নদীর জল ধরে রাখার লক্ষ্যে এই বাঁধ দেওয়া হচ্ছে। বাঁধ নির্মাণের কাজ প্রায় শেষের দিকে।
বাঁধ নির্মাণ শেষ হওয়ার আগেই এই বাঁধ সংলগ্ন এলাকায় জলের প্রবাহ সৌন্দর্যের জন্য আত্রেয়ী নদীর বক্ষে ভিড় করতে থাকে সাধারণ মানুষ। জলের প্রবাহমান শ্রোতে জনসাধারণের সুরক্ষার কথা মাথায় রেখে সাধারণ মানুষের বাঁধে যাতায়াতে নিষেধাঞ্জা জারি করে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন।
এই নিষেধাজ্ঞা জারির পর নির্মিয়মান আত্রেয়ী নদীর বাঁধ পরিদর্শনে যান দক্ষিণ দিনাজপুর জেলা শাসক সহ অন্যান্য জেলা প্রশাসনের আধিকারিকেরা। বাঁধ নির্মাণের সমস্ত প্রক্রিয়া খতিয়ে দেখেন তারা। অতিসত্বর সম্পূর্ণ বাঁধ নির্মাণ হয়ে যাওয়ার আশ্বাস দেন জেলা শাসক বিজিন কৃষ্ণা।