Wed. Sep 27th, 2023

অসুস্থতাকে দূরে সরিয়ে হাসপাতালের বেডে শুয়েই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেন তিনমাসের অন্তঃস্বত্তা

1 min read

আজকেরবার্তা, মুর্শিদাবাদ, ২০এপ্রিলঃ চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতালের বেডে শুয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলো এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। শারীরিক সমস্যাকে উপেক্ষা করে অদম্য মানসিক শক্তিকে সম্বল করেই হাসপাতালের বেডে শুয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেন তিনমাসের এক অন্তঃস্বত্তা মহিলা। মঙ্গলবার রাতে শারীরিক অসুস্থতা বোধ করায় তাকে ভর্তি করা হয়েছে কান্দি মহকুমা হাসপাতালে। সেখানেই চিকিৎসকদের তত্ত্বাবধানে পরীক্ষা দিচ্ছেন এই অসুস্থ পরীক্ষার্থী।
প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত গোকর্ণ বালিকা বিদ্যালয়ের ছাত্রী অঙ্কিতা। তিন মাসের অন্তঃসত্ত্বা সে। মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে অঙ্কিতা। তীব্র জ্বরের কারণে অঙ্কিতাকে তড়িঘড়ি চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের সদস্যরা। হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে ভর্তি করে নেয়। অঙ্কিতা এবছরের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী। হাসপাতলে ভর্তি থাকার জন্য অঙ্কিতার পরিবারের সদস্যরা ভাবতে পারিনি অঙ্কিতা বুধবার তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে। বুধবার ছিল তার দর্শনের পরীক্ষা। হাসপাতালের বেডে শুয়েই পরীক্ষা দিতে ইচ্ছাপ্রকাশ করে সে। তার ইচ্ছা ও আত্মবিশ্বাসকে গুরুত্ব দিয়ে পরিবারের তরফে যোগাযোগ করা হয় গোকর্ণ উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে। এরপরই কান্দি মহকুমা হাসপাতালেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে বিদ্যালয় করতৃপক্ষ ও উচ্চ শিক্ষা পর্ষদ। হাসপাতালে ডাক্তার ও নার্সদের তত্ত্বাবধানে পরীক্ষা দেয় তিন মাসের অন্তঃসত্ত্বা অঙ্কিতা। বিদ্যালয় ও উচ্চ শিক্ষা পর্ষদের এমন সিদ্ধান্তে পরীক্ষা দিতে পেরে খুশি অসুস্থ অঙ্কিতা।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.