আজকেরবার্তা, বালুরঘাট, ২০এপ্রিলঃউচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়ায় বালুরঘাট জেলা হাসপাতালে পরীক্ষা দিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসে শ্বাসকষ্টের কারণে অসুস্থ হয়ে পরলো পরীক্ষার্থী। দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট শহরের কালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে আসে ঈশিতা মন্ডল। স্কুলে আসার পর য়হেকে স্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হতে এই পরিক্ষার্থী। তড়িঘড়ি বিদ্যালয় কর্তৃপক্ষ ওই ছাত্রীকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসকেরা তৎক্ষণাৎ ঈশিতাকে ভর্তি করে নেয়। শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি হওয়ায় প্রথমে মনোবল ভেঙ্গে যায় এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। কিন্তু পরবর্তীতে বিদ্যালয় কতৃপক্ষের সহযোগিতায় বালুরঘাট জেলা হাসপাতালে পরীক্ষা দেয় ঈশিতা।
জানা গিয়েছে, অসুস্থ ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর নাম ঈশিতা মন্ডল বাড়ি বালুরঘাট শহরের নারায়ণপুর স্কুল পাড়া এলাকায়। বুধাবার বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিক্ষা দিতে আসলে শ্বাসকষ্ট জনিত কারনে অসুস্থ হয়ে পড়ে সে। তার পর বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকারা অসুস্থ ওই পরীক্ষার্থী কে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে বিদ্যালয় কর্তৃপক্ষ তৎপরতায় হাসপাতালেই পরীক্ষা দেয় অসুস্থ ঈশিতা।