Thu. Sep 21st, 2023

বালুরঘাটে নির্বাচনী প্রচারে সংগীতশিল্পী অদিতি মুন্সি

1 min read

বারন্ত করোনা পরিস্থিতি তার পর ও চলছে ভোট প্রচার। ৬ দিন বাদের বালুরঘাট বিধানসভা কেন্দ্রের নির্বাচন। তার আগে বালুরঘাট শহরের গুলমোহরে তৃনমুল কংগ্রেসের জনসভা করলেন অদিতি মুন্সি। ক্রমাগত বাড়ছে সংক্রমনের মাত্রা তাই দ্বিতীয় পর্যায়ের করোনা থেকে মানুষকে সচেতন থাকার বার্তা দিয়ে প্রচার শুরু করে সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি। সভায় উপস্থিত মানুষদের কাছে গিয়ে অদিতি মুন্সি প্রশ্ন করে যে কেন ভোট দেবেন তারা, ভোট দেওয়ার মানে কি? এবং তারপর তার প্রতি উত্তরে তিনি বলেন, ভোট দেওয়া আগে একবার ভাববেন যে কে দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছিল, তাকেই ভোট টা দেবেন। সকল পরিস্থিতিতে পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর কাজের তুলনা করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী কাজে শ্রেষ্ঠ উদ্ধারণ গুলি তুলে ধরেন তিনি। পাশাপাশি তিনি আরো বলেন প্রধানমন্ত্রী যেগুলো কথাবার্তা বলছেন সেটা ঠিক নয়। আমি কখনো প্রধানমন্ত্রী অসম্মান করি না। তিনি যে কোন দলের হতে পারেন কিন্তু তিনি এই দেশের প্রধানমন্ত্রী। তাকে সম্মান করা উচিৎ এবং তারও উচিত না কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কে কুরুচিকর মন্তব্য না করা।
এদিনের নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন অদিতি মুন্সি, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র স্নেহাশিস চক্রবর্তী, রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর সুভাষ চাকি, বালুরঘাট মহিলা তৃণমূলের চক্রবর্তী সহ অন্যান্যরা। তবে মঞ্চে প্রার্থী শেখর দাস গুপ্ত নিজেই অনুপস্থিত ছিলেন।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.